বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।
এভাবে আর কত লাশ যে আমাদের উপহার দিবে ঘাতক ট্রাকগুলো!
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ৩ জন নিহত ও ১ মহিলাসহ ৪ জন আহত হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানাসূত্রে জানা যায়, গত শনিবার দিনগত রাত দশটায় বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা নামক স্থানে নাটোর থেকে সিরাজগঞ্জগামী ট্রাক (টাঙ্গাইল-ড-১১-০০০৩১) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী লেনে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক আকতার (৪৫), ভ্যানযাত্রী তোফাজ্জল (৬০) কে স্থানীয় ক্নিনিকে এবং অপর ভ্যান যাত্রী বাবলু (৪০) কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনায় আহত অন্যান্য ভ্যানযাত্রী যথাক্রমে আয়নাল (৩৮), আঃ সাত্তার (৩৫), আকতার (২০) ও তারাবিবি(৩০)কে স্থানীয় বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। এদের সবার বাড়ি উপজেলার আটুয়া গ্রামে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।
কিন্তু নিহতের পরিবার কি পাবে! শুধুই লাশ আর স্বজন হারানোর বেদনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।