নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ির সামনে ঢাকাগামী বাস থেকে আজ ১০৪ বোতল ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ।
এ সময় ফেন্সিডিল বহনকারী বাস এবং বাসের চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কৃষ্ঞ মোহন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ঢাকাগামী ঈশ্বরদী এক্সপ্রেসে (ঢাকা মেট্রো ব ১১-৬১৬৩) তল্লাশী চালায় পুলিশ। তল্লাশীকালে চালকের পায়ের নীচে, টুল বক্স ও ব্যাটারী বক্সের মধ্য থেকে মোট ১০৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এ সময় ফেন্সিডিল বহনের অভিযোগে বাসের চালক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে হেলাল (৩৫), সুপারভাইজার পাবনার ঈশ্বরদী বাজারের কালিপদ রায়ের ছেলে বিপ্লব (৩৫) ও হেলপার একই এলাকার আলাউদ্দিনের ছেলে মিলন (৩০) কে আটক করে পুলিশ।
আটককৃতরা ফেন্সিডিল বহনের অভিযোগ স্বীকার করেছে। ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত বাসটি আটক করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।