উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
মৃতদের পাড়াতে কোকেইন চেয়োনা
নিঃস্ব উরুর পৃষ্ঠা খুলে পড়ো - গভীর জঙ্গলের নিঝুম
আধার চিরে দেখো সময়হীন শিশুওষ্ঠ।
তার গাল ফেটে যে রোদ উঠবে কাল, তার প্রতীক্ষায়
আজকের সবুজ ছুরিতে ডেকোনা প্রান্তর,
হাওয়া লেগে উল্টে যাচ্ছে
প্রাপ্তবয়স্ক তাপ।
পাতারধ্বনিতে নাও দুলে উঠা জলের টোলপড়া গালে
রোদ্দুর দেখো। সেফটিপিনের খোলা
দরোজায় ডাকপিয়োনের জ্বর পাঠাও, প্রবোধের ঢালে
ডেকোনা চিল। ডেকোনা যুদ্ধ বিমান।
শাদা ধাতুতে যাকে চেনোনা তার ডাক নাম
পাতকীর হৃদপিণ্ডে লেখা আছে।
কালো ফুল তুমি পরবাসীর দৃষ্টিতে কাকে দেখছো ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।