আহসান জামান
আড়ালে রেখে পরানের চাবি, খুঁজে খুঁজে ফেরে
সন্ধ্যার ম্লানমুখে শ্রান্ত পথিক; কতদূর পথ হেঁটে -
পুরানো নদীর ঢেউয়ে ভাসে ক্লান্তক্ষণের স্মৃতি।
আশার চোখ জুড়ে উড়ে দুপুররোদে পোড়া
লালটুকটুকে তরমুজ হাসি অথচ মুহূর্তেই গলে পড়ে
অবহেলার তীব্র অজুহাতে।
এক চিলতে রোদের হাসি মুখে
ভুলে গিয়ে নিজস্বতার আঙ্গিনা-উঠোন;
কতদিন, কতজন সুখী হয়ে ফিরেছে ঘরে -
কেবল বসে থাকে বেদনার সহোদরা, পরবাসী মনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।