আমাদের কথা খুঁজে নিন

   

পরবাসী পোড়াসময়

লিলিপুটরা বড়ো হবে। এই আশায় দলা পাকানো কাগজ খুলে আবার ব্যবচ্ছেদকরণে বিশ্বাসী আমি। যদিও কাগুজে বৃত্তান্ত যা বলে অতটা খারাপ আমি নই।

মাঝি, নৌকা কোথায়? বন্দরে? আটকা বুঝি নোঙ্গরে। দাঁড়, মাস্তুল? তাও কি নাই।

পানির নিচে মিলবে ঠাঁই? নজরবন্দী তোর জবানি পালের খবর?হায় কি জানি। ঘুমে কাদা পাথর নদী ক্লান্ত,নাজুক,অচেতন। সেই মোহে আজকে বুঝি নিখোঁজ মাঝির পাটাতন। কোন সে তারায় মাঝিরে তুই খুঁজবিরে তোর দিশা। তিড়িং বিড়িং ফড়িং ওড়ে নদীর সাথে মিশা।

অজাত-কুজাত নদীর জলে ভাসে মাঝির মন পরবাসের শিকল মানি বৃথাই বিচরণ। পাল্টা যখন সময় পোড়ে অবসাদের ফেড়ে। মাঝনদীতে নৌকা নিয়ে ক্রমেই গেছিস সরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।