ভাল পাঠক, খারাপ লেখক।
কখনো লিখিন,লেখাটা আমার দিয়ে হয় না কিন্তু তার পর ও অনেক কিছু লিখতে ইচ্ছে করে। কিন্তু কি নিয়ে লিখবো? লেখার তো Subject খুজে পাই না । মানুষ,দেশ না অন্য কিছু! হা দেশ,দেশ নিয়ে লিখতে ইচ্ছা করে। কারণ আমরা প্রবাসী।
মাঝে মাঝে মনে হয় দেশ কি এখন আর আমাদের আছে? ওটা তো এখন আর আমার বা আপনার নেই। ওটা হয়ে গেছে আওমীলিগের সম্পতী (মাফ করবেন বি,এন,পি থাকলে বি,এন,পি বলতাম)। আলোচনা বা সমালোচনা যাই করি গালি শুনতে হবে। কারণ আমরা তো আম জনতা,নই কোন বড় দলের নেতা নেত্রী। অনেক কষ্ট করি বিদেশে, ভাবি দেশের এক দিন ভাল সময় আসবে দেশের মানুষ দেশে ফিরবো।
কিন্তু সরকার আসে সরকার যায় কোন পরিবর্তন হয় না দেশের। যে দূরভাগা দেশ তার আর কনো উন্নতী হয় না। সরকারই সব লুটে পুটে খাই (যেই আসুক)। আর বিরধী দল, সেও তো উত্থিষ্ট খাই আর অপেক্ষা করে কখন আসবে সময় আর আমরা খাব। কেউ আমাদের কথা ভাবে না।
শুধু চাই আমাদের ডলার আর নেতারা বুলি ছাড়ে প্রবাসীদের কল্যানের।
আমার মনে হয় আজ অনেক হল আবার কখন লিখব। না ভূল বল্লাম চেষ্টা করব ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।