যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি...
আমার এক বন্ধু ডোমেইন নেম নিতে চাচ্ছে। কিন্তু সে কোনো নামই খুজে পাচ্ছে না এবং আমাকেও বলেছে। খুজে দেখেছি, যাই ভাবি তাই অন্য জন রেজিস্ট্রেশন করে রেখেছে তাই বুঝতেছি না কি নাম দিবো। তাই আপনাদের কাছে ডোমেইন নেমের আইডিয়া চাই। কিছু ভালো ডোমেইন নেম বলুন যা আমার বন্ধুটি রেজিস্ট্রেশন করতে পারে।
কিসের জন্য ডোমেইন নেম?
সার্ভিসঃ
১। ওয়েব ডেভেলোপমেন্ট ও ডিজাইন
২। নেটওয়ার্কিং সল্যুয়েশন
ট্রেনিং কোর্সঃ
১। ওয়েব প্রোগ্রামিং এর উপর কোর্স ( পিএইচপি/মাইএসকিউএল/জুমলা বা অন্যান্য)
২। নেটওয়ার্কিং এর উপর কোর্স ( উইন্ডোজ ২০০৩/২০০৮ সার্ভার ও লিনাক্স)
উপরের সার্ভিস ও ট্রেনিং কোর্স রিলেটেড কাজ করবে।
ভালো ডোমেইন নামের আইডিয়া শেয়ার করলে ভালো হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।