আমার সাথে ভেনিস এর জলপথে... যারা সঙ্গি হয়েছিলেন তাদের আজ নিয়ে যাব রোমান সম্রাজ্যে। ভেনিস থেকে রাতের ট্রেন এ রওনা দিলাম রাজধানী রোম বা রোমা-র উদ্দেশ্যে। রাতের ট্রেনে যাওয়ার একমাত্র কারন মুল্যবান সময় সেভ করা, সাথে বোনাস হিসাবে হোটেল ভাড়া বেঁচে যাওয়া তো আছেই, খারাপ দিক বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া হয় না। স্লিপার কামরায় আমার বিছানা খুজে নিয়ে জাঁকিয়ে বসলাম, মহিলা এটেনডেন্ট টিকেট রেখে দিয়েছে, ভোর বেলা স্টেশনে পৌছালে ডেকে দিবে। পাশের বেড এর ইটালিয়ান ভদ্রলোকের সাথে একটু পরেই আলাপ জমে উঠলো, নানা রকম উপদেশ দিলেন উনি, ট্রেনে নাকি অনেক চুরি হয়। উপদেশ শুনে টুনে ল্যাপটপের ব্যাগটার উপর বালিশ চাপিয়ে ঘুম দিলাম (টাকা পয়সা ও পাসপোর্ট প্যান্টের পকেটে)। অনেক ভোরে ডেকে দিল এটেন্ডেন্ট, বললো আমাকে সামনের স্টেশনে নামতে হবে, সেখান থেকে সাবওয়ে/মেট্রো ধরে যেতে হবে সেন্ট্রাল স্টেশনে কারন এই ট্রেন এখন রোমের পাশ ঘেসে দেশের অন্য প্রান্ত্যে চলে যাবে। বোচকা বুচকি টেনে নামলাম, স্টেশনে পোছে কিনলাম রোমা পাস, এই পাস দিয়ে রোমের মধ্যে ইচ্ছা মত সাবওয়ে ব্যাবহার করা যাবে ৩ দিন, সাথে কয়েকটা যায়গা দর্শন ফ্রি। ৩ দিন ভবঘুরের মত ঘুরে বেড়ালাম রোমের আনাচে কানাচে। নিচে দেখুন কিছু ছবি:
রোমের সাধারন রাস্তা:
পিয়াজা ডেল পোপোলো:
ব্যাস্ত রাজপথ:
প্যানথিয়ন এর ছাদ, মাঝে ফাঁকা:
প্যানথিয়ন:
কোলোশিয়াম:
কোলোশিয়াম:
কোলোশিয়ামের ভেতরে:
প্যালাটাইন হিল:
সেভেরিয়ানা প্যালেনটাইন এর প্রাসাদ:
রোমান ফোরাম, টেম্পল অফ আ্যন্টোনিয়াস ও ফওসটিনা:
রোমান ফোরাম, টেম্পল অফ ক্যাস্টোর ও পলুক্স:
রোমান ফোরাম, টেম্পল অফ স্যাটার্ন (বামে), টেম্পল অফ ভেসপাসিয়ান (ডানে):
রোমান ফোরাম:
সেন্ট মার্কস পিয়াজা, ভ্যাটিকান সিটি:
সেন্ট মার্কস পিয়াজা, ভ্যাটিকান সিটি:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।