আমাদের কথা খুঁজে নিন

   

পারফেক্ট ভখেনএন্ডে

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

শুক্রবার হতেই ছুটির দিনগুলোর চিন্তা মাথায়। শনিবার মোটামুটি ভালোই যায়। রবিবার দুপুর হতেই সোমবারের কাজের চিন্তায় ছুটির বাকি সময়টাই মাঠি। বর্তমানে ক্যালেন্ডারে যদিও সামার লিখা।

কিন্তু আবহাওয়ার অবস্হা দেখে মনে হচ্ছে হয়ত সামার আসতেছে অথবা সামারের বিদায়। শনিবার ভালোই ঠান্ডা তাই বাইরে যেতে মন চায়নি। সারাদিন বাসায় টিভি দেখা হলো। কার্টুন আর কার্টুন। গত সপ্তাহে বস নতুন স্টার ট্রাকের কথা বল্লো।

রিলিজ হতেই নাকি সে দেখে ফেলেছে। আমাদের দুইজন প্রতি সপ্তাহেই নতুন কি কি ছবি দেখলাম সেগুলো নিয়ে কিছুক্ষন আলোচনা হয়। নতুন/পুরনো কোন নায়িকা অথবা মডেল নিয়ে ফাজলামি আলাপ হয়। হয়তো ব্রিটনী মা হবে। বস বল্লো- আহমদ, তুমি জানো নাকি যে ব্রিটনী আবারো মা হচ্ছে? আমি রহস্যের হাসি হেসে বলি: কাজটা কি তোমার?? ঘটনা কবে ঘটাইছো??তুমার গার্লফ্রেন্ড জানে?? দু'জনে এসব নিয়ে কিছু হাসাহাসি।

স্টার ট্রেক দেখা হলো। মোটামুটি ভালো লেগেছে। কিন্তু ছোটবেলার মতো থ্রিল নাই। রবিবার আবহাওয়া ভালো ছিলো আর আগে থেকেই সাইকেল চালানোর প্লান ছিলো। নিজের বাসার পাশেই অনেকগুলো পার্ক আছে।

কিন্তু খুব একটা ঘুরতে যাওয়া হয় না। এই সপ্তাহে ২ থেকে আড়াই ঘন্টার সাইকেল ট্যুরে একটি পার্কে ঘোরা হলো। নিজের ভালোই ডিজি ক্যামেরা আছে। সময় সময় বেশ কয়েকটি কেনা হয়েছে। আমার সুইট, কিউট বোন কয়েকদিন পরপর একটা করে শহীদ করেন।

ঝাড়ি, বকা কোন কিছুতেই কাজ হয় না ক্যামেরা কেনা শখ কিন্তু ছবি তুলতে মন চায় না। তাই মোবাইলের ক্যামেরাই ভরসা। টেকনোলজি জিনিসটা আমার কাছ ভালোই লাগে। যেদিন থেকে মোবাইল ব্যবহার করা শুরু করেছি সেদিন থেকে ঘড়ি বিদায়। বেশ ভালোই একটা আরমানি ঘড়ি বছর দু'য়েক আগে গিফট পেয়েছিলাম।

সপ্তাহখানেকও পরা হয়নি। মোবাইলে ক্যামেরা আসার পর মোটামুটি ফটো তুলার কাজ ঐটা দিয়েই। কি মজার দিনের শুরু। কেউ বা বসে। কেউ টিটি খেলছে।

পুরো পরিবার অনেক পন্ডিতও পাওয়া যাবে। আমাদের উড়োজাহাজ পার্কের মধ্যে খাল। মিনি গলফ। ভবিষ্যত টাইগার উডস (জার্মানীতে মনে হয় গলফ খুব পপুলার না) গ্রীল পার্টি। সবাই মোটামুটি পোটলা নিয়ে পুরো দিনের জন্য হাজির আছে ফুটবল, বলিবল খেলার মাঠ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.