মহলদার
তেলচাটা মাছটি কোথাও কোথাও তেলি নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Glyptothorax telchitta । Sisoridae পরিবার ও Siluriformes বর্গের অর্ন্তভুক্ত এ মাছটি সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের গায়ের রং গাঢ় বাদামী। গা খসখসে।
প্রধানত দেশের উত্তারাঞ্চলের নদীগুলোতে দেখা যায়। পাহাড়ী ছোট নদী এদের প্রধান আবাসস্থল। মাছটি বর্তমানে দেখা যায় না বললেই চলে তবে আই ইউ সি এন কর্তৃক এখনো মাছটি বিপন্ন কিংবা সংকটাপন্ন কি না এ সম্পর্কিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।
তথ্য সূত্রঃ ইন্টারনেট,
ছবিঃ নিজের তোলা।
মাছটি সুনামগঞ্জের সুরমা নদী থেকে ধৃত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।