আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিয় জিজ্ঞাসা ঃ আপনি কয়টা দেশি মাছের নাম জানেন ? ও আমার মৎস্য বিষয়ক ভাবনাঃআপনার মতামত দিন

বাংলা ব্লগের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলা ব্লগকে বাঁচাতেই আমার আবির্ভাব! আমার পরিচিত এক ছেলেকে হঠাৎ জিজ্ঞেস করলাম - ২০ টা দেশি মাছের নাম বলতে পারবা ? সে পারল শুধু ১২ টা !! আমি ত পুরা খামোশ মাছে ভাতে বাংগালি হয়ে ২০ টা মাছের ও নাম পারস না পরক্ষনেই এল আমি কয়টা মাছের নাম জানি !!! তার পর আমি যা জানি তা নিচে লিখলাম - ১) রুই ২) কাতাল ৩) চিতল ৪) কৈ ৫) টাকি ৬) শোল ৭) কালিবাউস ৮) পুটি ৯) রাজপুটি ১০) সরপুঁটি ১১) রিটা ১২) বাটা ১৩) চাপিলা ১৪) লইট্টা ১৫) লাক্ষা ১৬) সুরমা ১৭) ইলিশ ১৮) টেংরা ১৯) গজার ২০) শিং ২১) মাগুর ২২) আইড় বা আড় ( গরম সিঙ্গারা দ্বারা শুদ্ধ কৃত !!) ২৩) বোয়াল ২৪) পাবদা ২৫) কাকিলা ( মানবী বলেছেন) ২৬) মলা ২৭) ঢেলা ২৯) কোরাল ৩০) রূপচাঁদা ৩১) টেকচাদা ৩২) মৃগেল ৩৩) চিরিং ৩৪) চিংড়ি ৩৫) শাপলা ৩৬) ছুরি ৩৭) পোয়া ৩৮) বাইল্লা মাছ ৩৯) বাইম ৪০) পাঙ্গাশ ৪১) ফলি ৪২) মহা শোল আর ২ - ৩ টা মাছের নাম মনে পরছে না । পরে অ্যাড করব । বাংলাদেশের বিবেক বলেছেন - ৪৩) কাজলি ৪৪) বাতাসি ৪৫) মেনি ধৈঞ্চা বলেছেন: ৪৬) গুলশা ৪৭)গুচি ৪৮)কাইক্কা ৪৯)গনে এগুলা মাছের শুদ্ধ বাংলা নামই মনে হচ্ছে । ভুল হলে বলবেন সংশোধন করা হবে । শেষের_কবিতা বলেছেন- ৫০) তিতপুটি ৫১)ভেদা ৫২)রয়না ৫৩) বাইম । এরিস আফ্রোদিতি বলেছেন-৫৪)পাকাল,৫৫)গুইতা, ৫৬)বাছা, ভুলো মন বলেছেন: ৫৭)রাইখোড় ৫৮)ভেবদা ৫৯)কাটাপাতাশী ৬০)সাগরপোনা ৬১)নলা এস.কে.ফয়সাল আলম বলেছেন- ৬২) পটকা মাছ দেশী পোলা বলেছেন - ৬৩) করাত মাছ শিশির সিন্ধু বলেছেন- ৬৪)সাগরপোনা ৬৫)নলা শিশির সিন্ধু বলেছেন-৬৬)বাতাসি ৬৭)বৈচা ৬৮)টাটকিনি ৬৯) টাকি ৭০)কাজলকি ৭১)চেওয়া ৭২)ফেওয়া ৭৩)ফাইস্যা ৭৪)শিলং হাসান কালবৈশাখী বলেছেন: ৭৫)চেউয়া ৭৬) চেলা সীমানা পেরিয়ে বলেছেনর৭৭)এলং ৭৮)আনজু ৭৯) আরওয়ারি ৮০) বইটকা ৮১) বামুশ ৮২) বানেহারা ৮৩) বারালি ৮৪) বারিল ৮৫) এক থোতা ৮৬) কুইচা ৮৭) ককসা ৮৮) কুচিয়া ৮৯) কুটি কানটি ৯০) ভেটকি ৯১) ভোল ৯২) বিলচুরি ৯৩) বোরগুনি ৯৪) বৌমাছ ৯৫) চেনুয়া ৯৬)চুনা ৯৭) গেছুয়া ৯৮) গাগলা ৯৯) ঘোড়া মাছ ১০০) গুতুম ১০১) জয়া ১০২) খাতাল পাতা ১০৩) খেটি ১০৪) খোলসে ১০৫) খাকসা ১০৬) কোয়কা ১০৭) কয়টোর ১০৮) ককসা ১০৯) কোসুয়াটি ১১০) কুচিয়া ১১১)খুলি ১১২) কুমিরের খিল ১১৩)কুরসা ১১৪)কুটি কানটি ১১৫)লাল খোলসে ১১৬)মুরিবাচা ১১৭) নানডিল ১১৮) নেফটেনি ১১৯) পঙ্গা ১২০)পাঠার চাটা ১২১) ফশা ১২২) রাঙ্গা চান্দা ১২৩) রাটা বউরা ১২৪) শভন খোরকা ১২৫) শনকাচি ১২৬) শুনকুশ ১২৭) টাটারি ১২৮) উটি ১২৯)করাতি হাঙর১৩০) খেটি ১৩১) গুতুম ১৩২) জয়া ১৩৩) আমার প্রশ্ন? ১) আপনি আগে কয় প্রজাতির দেশি মাছ খেয়েছেন এখন কয় প্রজাতির খেতে পান? এমন কোন প্রজাতি আছে যেটা আগে খেতে পারতেন কিন্তু এখন আর পান না বা পাওয়া দুর্লভ হয়ে গেছে ? ২) আমাদের পরবর্তী প্রজন্ম কয়টা দেশি মাছের নাম জানবে বলে আপনি মনে করেন? ৩) আপনার বাপ - দাদাদের খাওয়া এমন কোন মাছের নাম আপনার জানা আছে যেটা খাওয়ার সৌভাগ্য আপনার হয়নি? **( বিভিন্ন মাছের আবার কয়েক প্রকারের আছে। যেমন পুটি মাছের - সরপুঁটি ; রাজপুটি ইত্যাদি সেক্ষেত্রে মুল মাছের নাম দেয়া হয়েছে । )  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.