মহলদার
বিচি গুইঙ্গা কে কোথাও কোথাও শুধু গুইঙ্গা কিংবা অনেক অঞ্চলে একে জল গুইঙ্গা ও বলা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম Chandramara chandramara । Bagridae পরিবার Siluriformes বর্গের অন্তর্ভূক্ত এ মাছটির সর্বেচ্চ দের্ঘ্য ৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত বিল, ছোট জলাশয়, খাল কিংবা ছোট নদীতে বাস করে। মাছটি দেখতে বেশ খানিকটা স্বচ্ছ, গা বেশ পিচ্ছিল। বাইরে থেকে এদের পেটের ভেতরের বায়ূ থলি দৃশ্যমান। মাছটি এখন খুবই কম চোখে পড়ে।
তথ্য সহায়তা- ইন্টারনেট
ছবি- নিজের তোলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।