আমাদের কথা খুঁজে নিন

   

মাছের নাম শিলন

মহলদার
শিলন মাছের বৈজ্ঞানিক নাম Silonia silondia । আঞ্চলিক ভাষায় এক কোথাও কোথাও একে হিলন ও বলা হয়ে থাকে। এর ইংরেজি নাম Silond catfish। Schilbeidae পরিবার ও Siluriformes গোত্রের এ মাছটি সর্বাধিক ১৮৩ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের গায়ের রং অনেকটা রূপালী, পাখনাগুলো বাদামী, ঠোঁট লালচে এবং পাখনাগুলোর গোড়ার দিকটা হলুদাভ।

মুখে দাঁত আছে। এরা মুলতঃ উপকূলীয় নদীমোহনায় বাস করলেও প্রজনন ঋতুতে (বর্ষাকালে) বিভিন্ন নদীতে চলে আসে। এরা ঝাঁক বেঁধে চলাচল করে। বর্তমানে বাংলাদেশে মাছটি তেমন চোখেই পড়েনা এবং ইতোমধ্যে এটি বাংলাদেশের মহাবিপন্ন মাছের তালিকায় ঠাঁই পেয়েছে। কদাচিৎ বিভিন্ন নদীতে ধরা পড়ে।

তথ্য সহায়তা- ইন্টারনেট। ছবি- নিজের তোলা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।