আমাদের কথা খুঁজে নিন

   

জোকোভিচ, সেরেনার ভয় ধরানো জয়

মেয়েদের বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস সেমি-ফাইনালে উঠেছেন প্রতিদ্বন্দ্বীদের ভয় ধরানো জয় নিয়ে। চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা স্পেনের কার্লা সুয়ারেস নাভারনোকে তিনি হারিয়েছেন ৬-০, ৬-০ গেমে।
শেষ চারে সেরেনার প্রতিপক্ষ চীনের প্রথম কোনো টেনিস খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠা লি না। রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে কোয়ার্টার-ফাইনালে ৬-৪, ৬-৭, ৬-২ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই লি না।
মেয়েদের দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন।


ছেলেদের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন। চতুর্থ রাউন্ডে স্পেনের গ্রানোলের্সকে ২০১১ সালের চ্যাম্পিয়ন জোকোভিচ হারিয়েছেন ৬-৩, ৬-০, ৬-০ গেমে।
শেষ আটে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ক্রিটেনের অ্যান্ডি মারেও। চতুর্থ রাউন্ডে ৬-৭, ৬-১, ৬-৪, ৬-৪ গেমে তিনি হারিয়েছেন উজবেকিস্তানের দেনিস ইসতোমিনকে। কোয়ার্টার-ফাইনালে তার প্রতিপক্ষ সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিংকা।


নবম বাছাই ভাভরিংকা চতুর্থ রাউন্ডে হারিয়েছেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বেরডিচকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.