রাফায়েল নাদালের সামনে নোভাক জোকোভিচ। এই দু’ জনের কোর্টে যখনই দেখা হয়েছে, তখনই প্রবল লড়াই হয়েছে। দুর্দান্ত সব শট বেরিয়ে এসেছে। নিজেদের সেরাটা ছাপিয়ে অন্য মাত্রায় নিজেদের নিয়ে গিয়েছেন দু’ জনই। রবিবার আবারও দেখা হবে দুই মহাতারকার।
ঘটনা হল, নাদাল ও জোকারকে ঘামই ঝরাতে হয়নি সেমিফাইনালে। দু’ জনেই ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছেছেন। সার্বিয়ান তারকার বিরুদ্ধে নেমেছিলেন জাপানের কেই নিশিকোরি। চোটের জন্য কোর্টে নামতেই পারেননি জাপানি খেলোয়ার। ফেদেরারের বিরুদ্ধে গত ম্যাচেও চোট অনুভব করেছিলেন তিনি।
সেই চোটই মারাত্মক আকার ধারণ করে সেমিফাইনালে নামার আগে। অন্যদিকে, নাদালের সামনে ছিলেন টমাস বার্ডিখ। বার্ডিখের আবার পেটের গোলমাল।
শেষ চারের যুদ্ধে কেউই নামেননি। ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলেছেন স্পেন ও সার্বিয়ার খেলোয়ার ৷ এবার নিয়ে ৪০ বার মুখোমুখি দেখা হয়েছে দু’ জনের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।