আমাদের কথা খুঁজে নিন

   

কোর্টে না নেমেই ফাইনালে নাদাল-জোকোভিচ

শুক্রবার মিয়ামিতে টেনিসের শীর্ষ দুই খেলোয়াড়েরর প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরি ও চেক প্রজাতন্ত্রের তমাস বার্দিচ চোটের কারণে সেমি-ফাইনালে খেলতেই নামেননি।
প্রথম সেমি-ফাইনালে নিশিকোরির প্রতিপক্ষ ছিলেন জোকোভিচ। আর শেষ চারের দ্বিতীয় ম্যাচে বার্দিচের খেলার কথা ছিল নাদালের বিপক্ষে।
নিশিকোরি কুঁচকির চোটের কারণে কোর্টে নামেননি। আর বার্দিচের সমস্যা ছিল পেটে।


ডেভিড ফেরার আর রজার ফেদেরারকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা নিশিকোরি নতুন কোনো অঘটন ঘটাতে পারেন কিনা, সেটা দেখার অপেক্ষায় ছিল দর্শক।
খেলা না হওয়ায় মিয়ামির ক্র্যান্ডন পার্কের কয়েক হাজার দর্শক খুবই হতাশ হয়েছে। নাদালের ওয়াকওভার পাওয়ার ঘোষণা শুনে দুয়ো দিয়েছে তারা।
নাদাল নিজেও কিছুটা হতাশ। প্রতিপক্ষকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, “কেই আর তমাসের জন্য খারাপ লাগছে।

আসলে দর্শকদের জন্যও খারাপ লাগছে। আমি ঠিক মনে করতে পারছি না, এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা। ”
নাদালের মনে করতে পারার কথাও না। টেনিসের পেশাদার যুগে এর আগে এটিপি ট্যুরে দুই সেমি-ফাইনালেই ওয়াকওভার পাওয়ার ঘটনা যে এই প্রথম।
 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.