সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com
ঢাকায় এখন রাস্তা ঘাটে যে খানেই যাবেন যে মশুমী ফলের দেখা পাবেন তা হচ্ছে ‘তরমুজ’। তরমুজ অনান্য ফলের মতই একটা জনপ্রিয় ফল। এমন আবাল বৃদ্ব বনিতা পাবেন না, যে তরমুজ খেতে পছন্দ করে না। তরমুজ খেতে শিশুরা একটা আলাদা আকর্ষন বোধ করে।
দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে!
পথে পথে তরমুজের বাহার দেখে গতকাল এই সিজনে প্রথম তরমুজ কিনে বাসায় নিয়ে গেলাম।
দাম কম নয়, একেকটা তরমুজ যেন একেকটা সোনার টুকরা! রাতে পরিবার পরিজন নিয়ে তরমুজ কেটে খেতে বসলাম। ভিতবে ব্যপক লাল, কিন্তু তেমন মিষ্টি নয়। কেমন যেন পানসা আর তিতকটা স্বাদ। কোন মতে কয়েক টুকরা খেয়ে উঠে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে সারা গলার ভিতর মনে হচ্ছিলো তিতা (এই বিস্বাদ বুজানো যাবে না, আপনি খেলেই বুঝতে পারবেন)।
অফিসে আসার পথে এক বন্ধুর সাথে দেখা। তার সাথে এই তরমুজ ব্যাপারে আলাপ হল। ও আমাকে সরাসরি এই রকম তরমুজ খেতে নিষেধ করল। এই সকল কাঁচা তরমুজকে নাকি নানা প্রকারের মেডিসিন দিয়ে পাকানো হয়েছে। এমন কি ইনজেকশনের মাধম্যে তরমুজের ভিতরে মেডিসিন ভরা হয়।
এই সব মেডিসিনের পাকানো, রঙ ভরা তরমুজ খেলে শরীরের কি হতে পারে, তা সহজে অনুমেয়। শিশুদের শিশু কালেই শুরু হবে সমস্যা। হায় রে মানুষ, সামান্য লাভের জন্য কি করছিস! মানুষ মেরে টাকার পাহাড় বানানো। একটা বারের জন্যও কি মনে পড়ে না, একদিন তোকেও (এদের ‘তুই’ বলাই উত্তম) এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
খাদ্যে ভেজাল মিশানো এইসব পশুদের কি করা উচিত!
[গতকাল লিখাটা একটা ব্লগে পোষ্ট করেছিলাম, দেখুন বন্ধুরা কে কি বলেছেন]
সাইক্লোন : ০২-০৪-২০১১ | ১৮:০৪ |
খাদ্যে ভেজাল মিশানো এইসব পশুদের ঐ ভেজাল খাদ্য খাইয়ে মেরে ফেলা উচিত!
ডা. দাউদ : ০২-০৪-২০১১ | ১৮:৩৪ |
চিল শকুনের দেশে বাস করছি আমরা
কাকে বলবেন?
কতক্ষন বলবেন?
যারা দেখার তারা না দেখার ভান করে মুখ ফিরিয়ে নেয়
যারা দেখে তারা কিছু করার সাহস করেনা
এসব শকুনদের কঠিন শাশ্তি দেয়া দরকার
নাজিয়া তাসনিম : ০২-০৪-২০১১ | ১৯:৩২ |
আসলে এসব পশুদের যতই সাজা দেয়া হোক না কেন এরা অসত্ই থাকবে।
মনুষ্যত্ব বলে এদের কিছু নেই।
শামান সাত্ত্বিক : ০২-০৪-২০১১ | ২০:১৮ |
বাংলাদেশে মরণব্যাধি ক্যান্সারের একটা বড় কারণ ফলমূল খাদ্যে ভেজাল মিশানো।
প্রতীপ : ০২-০৪-২০১১ | ২০:২৬ |
কেনু নামক কমলা জাতীয় ফল বাসায় এনেছিলাম ৪হালি। ১৬ দিনের দিন দেখলাম প্রথম দিন যেভাবে নিয়ে এসেছি কেনু সেইরকমই আছে।
কোন পচন নেই!
এরপর কমলা/কেনু কেনা বন্ধ করে দিয়েছি
রঙের মানুষ রঙ্গীলা : ০২-০৪-২০১১ | ২০:৩৭ |
আর কইয়েন না সাহাদাত ভাই।
আমার ছোট ছেলেটা তরমুজ পছন্দ করে। দেশে যাওয়ার পর শখ করে ছেলের জন্য তরমুজ এনেছিলাম কিন্তু খাওয়ার পর থেকে যে তরমুজ খাওয়া ছেড়েছিল এখন আর মুখেই দেয় না। আমি মনে করি এদের কঠিন শাস্তি হওয়া উচিৎ।
মুরুব্বী : ০২-০৪-২০১১ | ২১:১৪ |
খাদ্যে ভেজাল মিশানো এইসব পশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
জনসচেতনতা বৃদ্ধি সহায়ক পোস্টের জন্য ধন্যবাদ প্রিয় সাহাদাত উদরাজী।
মোঃ মাজারুল ইসলাম : ০২-০৪-২০১১ | ২১:১৯ |
খাওয়া গেলে শুধু ছবি দেখতে হবে।
বিকল্প ব্যবহার
হাওড়ের বাসিন্দা : ০২-০৪-২০১১ | ২২:৪২ |
hummmmm !
জ.ই মানিক : ০৩-০৪-২০১১ | ১১:১৪ |
সৃষ্টির সেরা জীবদের কর্মকান্ডই আলাদা। লোভ আর স্বার্থের ফিকিরে অপরের বারোটা বাজাতে কার্পণ্য নেই তাদের কোনো।
ধরে ধরে জুতোপেটা করা দরকার সমষ্টির ক্ষতিকারক এই সমস্ত মানুষ নামের পশুদেরকে।
[এবার দেখা যাক সামু বন্ধুরা কে কি বলেন]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।