নিরাপদ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণসহ রাসায়নিক দ্রব্য মিশ্রণসহ খাদ্যের ভেজাল প্রতিরোধের লক্ষ্যে একটি কতৃপক্ষ প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিধান করে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ নামে একটি বিল আজ সংসদে পাস হয়েছে।
বিলে খাদ্যে ভেজালের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। খাদ্য মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটির ওপর জনমত যাছাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর জন্য বিরোধী দলের কয়েকজন সদস্য নোটিশ দিলেও তারা সংসদে না থাকায় সেগুলো উত্থাপিত হয়নি।
এছাড়া আজ ‘মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন ২০১৩’ আরো একটি বিল সংসদে পাস।
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। উক্ত দুটি বিল গত ৩০ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত হয়েছিল।
নিরাপদ খাদ্য আইন: খাদ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিদ্যমান আইন-‘পিউর ফুড অর্ডিন্যান্স, ১৯৫৯’ রহিত করে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ বিলটি পাস করা হয়। এতে জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ গঠন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠনের বিধান রয়েছে।
আইনে উৎপাদনকারী, মোড়ককারী, বিতরণকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের দায়বদ্ধতা এবং অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট করা হয়েছে।
আইনের অধীনে অপরাধের জন্য মামলা দায়ের করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদানের বিধান করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।