আমাদের কথা খুঁজে নিন

   

পরিবারতন্ত্র জিন্দাবাদ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আবারও পরিবারতন্ত্র ফিরে আসছে। বাংলাদেশে দুর্নীতি ও লুটপাটের অন্যতম কারণ এই পরিবারতন্ত্র। কিন্তু হাসিনা, খালেদা বা এরশাদ কাউকেই এই পরিবারতন্ত্রের বাইরে রাখা যায়নি। বরং দেশের যাই হোক না কেন তারা তাদের পরিবারের লোকজনকে ক্ষমতায় আনার জন্য সব সময়ই তৎপর থেকেছেন। গত সরকারের সময় আমরা তারেক ও কোকোর ক্ষমতা দেখেছি।

প্রধানমন্ত্রীর ছেলে - কেবল এই পরিচয়ে তারা গোটা দেশটাকে জিম্মি করে ফেলেছিল। দেখেছি, তাদের বন্ধু বান্ধবের লুটপাট। বর্তমান প্রধানমন্ত্রীসহ অনেকেই সে সব কর্মকাণ্ডের সমালোচনা করেন। কিন্তু তারা কেউই দুর্নীতি ও লুটপাটের অন্যতম কারণ এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারেননি। পত্রিকায় দেখলাম আসন্ন উপনির্বাচনে সবাই মনোনয়ন পাচ্ছেন হাসিনা, খালেদা ও এরশাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে।

পরিবারতন্ত্রের বাইরে রাখা যায়নি বর্তমান প্রেসিডেন্ট জিল্লুর রহমানকেও। দেশ গোল্লায় যাক, তাদের পরিবারতন্ত্র বেঁচে থাক। পরিবারতন্ত্র জিন্দাবাদ। খবর এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.