আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণচূড়া এবং রৌদ্রের কবিতা ...................... হ্যাপি ভ্যালেনটাইনস ডে .....

sabujs@yahoo.com
এই ফাগুনের দিন গুনেছে দুষ্টু কিছু ছেলে মিষ্টি কিছু মেয়েও ছিলো দিন গোনাদের দলে ভালোবাসার আবেশ নিয়ে সূর্য উঠে আজ কৃষ্ণচূড়ার ডালগুলোতেও লাল সবুজের সাজ আকাশটা আজ অসহ্য নীল অন্যদিনের চেয়ে বাতাসগুলোও ইচ্ছে করে বইছে ধেয়ে ধেয়ে রোদের চোখে গতরাতের চাঁদের পরশ এসে অন্যরকম রোদ উঠেছে এই দিনেতে হেসে । সবকিছু আজ অন্যরকম, অন্যরকম লাগে এম্নি করে কৃষ্ণচূড়াও হয়নি দেখা আগে সূর্য - আকাশ, রুদ্র বাতাস , কাকজোছনার লীন ভাবিয়ে তোলে আজ এসেছে ভালোবাসার দিন ............ পাচঁটি গোলাপ একহাতে আজ হাসবে পাশাপাশি মুচকি হেসে বলবই আজ তোমায় ভালোবাসি ।।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।