সব ক'টা জানালা খুলে দাওনা...
ফরেস্ট গাম্প আমার প্রিয় একটি ছবি আর তার কেন্দ্রীয় চরিত্র টম হাঙ্কস আমার প্রিয় অভিনেতা।
ছবিটিতে কাহিনীর এক পর্যায়ে টম কি এক খেয়ালে হঠাৎ দৌড় শুরু করে।
প্রথম ক’দিন নির্বিঘ্নে কেটে গেলেও এরপর থেকে মিডিয়া আর সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে সে।
মানুষ কিছু না বুঝেই তার পেছনে ছুটতে থাকে।
এখন আসি হাটা বাবার প্রসঙ্গে।
আসাদ্গেট পেরিয়ে বাস শ্যামলীর পথে, সামনেই শিশুমেলা...এখানে একটু জ্যাম সব সময় ই হয় কিন্তু ওইদিন বুঝলাম না কি হলো, বাস নড়ার কোনো নাম নেই। যা হোক বেশ অনেক সমইয় পরে শ্যামলীতে বাস থেকে নেমে বুঝতে পারলাম জ্যামের কারণ, হাটা বাবা ওই সময়ে কল্যাণপূর থেকে হেঁটে শ্যামলী এসে পৌঁছেছেন, আর তার পিছনে শ’য়ে শ’য়ে মানুষ।
আমাদের দেশের মানুষ না হয় অনেক কুসংস্কারের কারণে এমন করে, কিন্তু সভ্য দেশেও কেন অমন হবে?
এটা কি তবে মানুষের রক্তে মিশে আছে?
আমরা কি সব সময় ই চাই কোথাও যেতে, না জেনেই যে আমরা কোথায় যেতে চাই।
আর কেউ যখন এগিয়ে যায়, আমরা তাকে অনুসরণ করি সব যুক্তি তর্ককে পাশ কাটিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।