আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ে বাংলা লেখার সহজ টিপস



আমাদের মাঝে মাঝে বাংলা টাইপ করতে হয়। আমরা পারি তাই ব্লগে লিখি । আর যাদের ওয়ার্ডে লিখতে হয় বা যারা নতুন শিখতে চান ? তাদের জন্য এই টিপস............ আপনাকে মেইনলি ২টি বিষয় মনে রাখতে হবেঃ ১। কিবোর্ড ইন্টারফেস চেন্জ (তথা ইংরেজী থেকে বাংলা আবার বাংলা থেকে ইংরেজী) যার জন্য আপনাকে Ctrl+Atl+B চাপতে হবে। ২।

ফন্ট চেন্জ (তথা ইংরেজী সময় ইংরেজী ফন্ট এবং বাংলার সময় বাংলা ফন্ট, বাংলা বিজয় ফন্টের নামের শেষে MJ যুক্ত থাকে যেমন SutonnyMJ হলো বহুলব্যবহৃত বিজয় ফন্ট। জনপ্রিয় ইংরেজী ফন্টের নাম হলো Arial, Times New Romans, Vrinda ইত্যাদি ) => এইতো গেল বাংলা-ইংরেজী টাইপ। কিন্তু বাংলা কিবোর্ডে ২টি স্বরবর্ন রয়েছে বাকিগলো চিহ্ন যেমন া ি ী ুূ ইত্যাদি হিসাবে আছে। (বিজয় কিবোর্ডলেআউট পাওয়ার জন্য টাক্সবারের বিজয় ইন্টারফেসের উপর রাইটবাটন ক্লিক করলে একটি ইউন্ডো আসবে সেখান থেকে দেখতে বা প্রিন্ট নিতে পারেন। ) ==> এই স্বরচিহ্ন বর্ণে রুপান্তরের জন্য লিংকি জি (G) ব্যবহার করতে হবে।

যেমন - এই লিখতে(কিবোর্ড ইন্টারফেস ও ফন্ট চেন্জ করে ) gcgd তে চাপদিতে হবে। নিচে স্বর্ণগুলো দেখানো হলোঃ অ shift f আ gf ই gd ঈ g(shift) উ gs ঊ g(shift)s ঋ ga এ gc ঐ g(shift)c ও x ঔ g(shift) মনে রাখবেন ১ বার g হলো লিংক ২ বার g হলো হসন্ত এবং (shift) g হলো দাড়ি। যুক্তাক্ষর গুলো পরের লিখায় পাবেন। অথবা http://pcpatshala.blogspot.com/ খোঁজ করুন। সবাইকে Happy New Year...............................শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.