আমাদের কথা খুঁজে নিন

   

‘বিজয়ে’র সংক্ষিপ্ত ইতিহাস

১৯৮৮ সালে যাত্রা শুরু করার পর থেকে কম্পিউটারে বাংলায় লেখন পদ্ধতি বিজয় পেরিয়েছে ২৫ বছর। এই ২৫ বছরে বিজয় ডেভেলপমেন্টের মূল ধাপগুলি উল্লেখ করা হল--
১৯৮৭ মে সাপ্তাহিক আনন্দপত্র প্রকাশ
১৯৮৭ সেপ্টেম্বর আনন্দ ফন্ট প্রকাশ
১৯৮৮ ডিসেম্বর বিজয় কিবোর্ড ও সফটওয়্যার প্রকাশ
১৯৯২ ডিসেম্বর ম্যাকিন্টোস ওএসএর জন্য বিজয় দ্বিতীয় সংস্করণ প্রকাশ
১৯৯৩ মার্চ উইন্ডোজ-এর জন্য বিজয় প্রথম সংস্করণ প্রকাশ
১৯৯৯ মার্চ উইন্ডোজ-এর জন্য বিজয় আপডেট
২০০০ অক্টোবর উইন্ডোজ-এর জন্য বিজয় আপডেট
২০০৫ অক্টোবর ম্যাকিন্টোস-এর বিজয় এর আপডেট
২০০৫ অক্টোবর ইউনিকোডভিত্তিক উইন্ডোজ-এর বিজয় প্রকাশ
২০০৭ ডিসেম্বর ম্যাক ও উইন্ডোজ-এর বিজয় এর আপডেট
২০১২  জুন লিনাক্স-এর বিজয় প্রকাশ
২০১৩ মার্চ অ্যান্ড্রয়েড-এর বিজয় প্রকাশ
২০১৩ ডিসেম্বর বিজয় একাত্তর প্রো প্রকাশ
 
বিজয়-এর ডেভেলপমেন্টে বিভিন্ন সময়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন--
 
প্রোগ্রামার
দেবেন্দ্র জোশি, গোলাম ফারুক আহমেদ, কামরুজ্জামান, নিয়াজ মোহাম্মদ, মনিরুল আবেদন পাপ্পানা, রিফাত উন নবী, অর্পিতা উর্মি, শোভন, তাহমিনা তাহা ও মইনুদ্দিন সালেহ রজব
 
টাইপোগ্রাফিতে কাজ করেছেন
হামিদুল ইসলাম, শিবনারায়ন দাশ, উজ্জ্বল কুমার মজুমদার, মাকসুদ আহমেদ ও মজিবুর রহমান।
 
ফন্ট ডিজিটাইজিং
হেলেনা বেগম, আফরোজা বেগম রুমা, হাসিবা হাসান জয়া, তানিয়া সুলতানা, আফরোজা সুলতানা পলিন, সাজেদা খানম মালা, ফাতেমা সুলতানা রূপী, নাসরিন পারভিন মিশু, ফারজানা তাহমিন, নুসরাত জাহান মুনমুন, শাহেদা খাতুন, নুশরাত জাহান মুক্তা, অঞ্জনা রাণী সরকার মনি, শীলা রাণী কর্মকার, রাজিয়া সুলতানা কাজল, রুমি আক্তার, ময়না আক্তার ও আরজানা খানম প্রমুখ।
 
বিভিন্ন ক্ষেত্রে আরও যারা কাজ করেছেন
সাবরিণা শারমিন রিনকি, সুনন্দা শারমিন তন্বী, আমিনুল ইসলাম (ভারতীয়), আবদুল মতিন, মো. শাহজাহান, মো. হুমায়ূন, মারুফ হাসান স্বপন, আল আলিমুল ইমাম বিদ্যুৎ, এবাদুর রহমান, হায়দার আলম, শাহানারা বকুল, বকুল মোস্তাফা, আফরোজা বেগম, হোসনে আরা চৌধুরী, আকিক আহমেদ, রাজিবুল ইসলাম, বিপুল আশরাফ, খুরশেদুল আলম, ভিনসেন্ট বারমন্ট (ফরাসি), থনভিল্লু (লাওসীয়), মাহফুজুর রহমান রানা, এআইএম সাইফুল্লাহ, মাহফুজুর রহমান মাসুম, রওশন আরা রুবী, আলম কিবরিয়া, জামান ফেরদৌস টিটো, আসমা বেগম, মাসুদুজ্জামান, কিবরিয়া জব্বার, হাবিবুর রহমান রণি, মনসুর রহমান মুন, নুরুন্নাহার পলি, ফারজানা বেগম, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন ভূঁইয়া, শাহিনুর আক্তার, তাহামিদুর রহমান ফাহাদ, রেনেসাঁ আহমিনা, খালিদ মোহাম্মদ, সিরাজুল ইসলাম, সাবিহা আফরোজ কনা, ফাতেমা মইন, সৌরভ দাস, আরিফুর রহমান রিমন, ইসমত আরা ইলা, চন্দন আচার্য্য, তাজরিন আক্তার সুপ্তি, লুৎফুন্নাহার লতা ও স্নেহাশীষ রায় প্রমুখ।
 
সূত্র: আনন্দ কম্পিউটার্স লি.

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.