আমাদের কথা খুঁজে নিন

   

মিলিত সংগ্রামে চলেন বিচার করি যুদ্ধাপরাধীদের!!

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

মহাজোট হিসাবে হোক কিম্বা একক ভাবেই হোক আর কিছু দিনের মধ্যেই আওয়ামি লীগ সরকার গঠন করবো...দলগতভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওনে এইবার তারা সংবিধান সংশোধন কইরা আইনগত ভাবে জনতার অনেক দাবী বাস্তবায়নে সামর্থ্য অর্জন করছে...কিন্তু ইতিহাসের অভিজ্ঞতা আমাগো অন্য চিত্র দেখায়, অতীতে যারাই এইরম নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছে তারা জনতার স্বার্থ না দেইখা বরং ক্ষমতার অপব্যবহারে মাতছে। জনগণের প্রত্যাশারে পদদলিত কইরা বিলাস ব্যসনে চলছে পাঁচ বছর...এই সুযোগ তারা পাইছে জনগণের দ্বিধাবিভক্তি থেইকা। তাগো নীল নকশাতে বিভ্রান্ত জনতা এই বিভক্তির ফাঁদে পরছে। কিন্তু এইবারো কি আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখুম!? সারাদেশব্যাপী মানুষ যখন স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে রুইখা দাঁড়ানের প্রারম্ভ হিসাবে নির্বাচনি ম্যান্ডেটে অংশ নিছে, অপশক্তির উত্থানের দুয়ার রুদ্ধ করছে তখন আর কোন দায়িত্ব কি আমাগো উপরে বর্তায় না!? বর্তায়...জনতার মিলিত শক্তিরে সংসদে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলও ভয় পায়, ভয় পাইতে বাধ্য হয়...জনতার রুদ্ররোষে তাই শাসকের ভিত কাপে! আর তাই চলেন ইতিহাসের পথ ধইরা আমরা মিলিত হ'ই আবারো, যুদ্ধাপরাধীগো বিচারের দাবীতে এক হই...শুরু হইতে পারে এই ব্লগ থেইকাই...এই কমিউনিটি ব্লগের মানুষেরা সবাই মিলিত হই...আমাদের চারপাশের মানুষের মাঝে, সম্ভব হইলে সারাদেশব্যাপী গণসাক্ষর সংগ্রহ করি যুদ্ধাপরাধীগো বিচারের দাবীতে...তারপর সর্বোচ্চসংখ্যক সাক্ষর নিয়া পৌছাইয়া দেই নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে... হয়তো এই পরিকল্পনারে অবাস্তব-অসম্ভব মনে হইতে পারে অনেকের, অনেকেরই হয়তো বিকল্প কোন প্রস্তাবনা থাকতে পারে...সবার শারিরীক কিম্বা মানসিক অংশগ্রহণ আর চিন্তার বিনিময়ের মধ্য দিয়া আমরা সামহোয়্যার ইনের সকল ব্লগার বাস্তবিকই একটা আন্দোলনের সূচনা করতে পারি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.