দক্ষিণে সিরিয়া সীমান্তজুড়ে কয়েকটি সেনা ইউনিট মোতায়েন করেছে তুরস্ক। সিরিয়ার ওপর আমেরিকার সামরিক হামলার আশংকায় তুরস্ক এ পদেক্ষেপ নেয়।
তুরস্কের বার্তা সংস্থা দোগান জানিয়েছে, হাতেই প্রদেশের ইয়াইলাদাগি সীমান্তে একটি ট্যাঙ্ক কন্টিনজেন্টসহ ২০টি সাঁজোয়াযানের বহর মোতায়েন করা হয়েছে বুধবার। এরপর গতকাল আরো ১৫টি সাঁজোয়াযান মোতায়েন করা হয়।
এছাড়া আরও জানা যায়, সীমান্তবর্তী শহর কিলিসে ট্যাঙ্ক, মিসাইল লাঞ্চার এবং বিমান বিধ্বংসী কামান মোতায়েন করা হয়েছে।
সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। তুর্কি সরকার শুরু থেকেই সিরিয়ার বিদ্রোহীদেরকে মদদ দিয়ে আসছে এবং প্রেসিডেন্ট বাশার আসাদের পতনের জন্য সব ধরনের প্রচেষ্টা ও ষড়যন্ত্রে যুক্ত রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।