আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া নিরস্ত্রীকরণে রুশ-মার্কিন মতৈক্য

সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে চুক্তিবদ্ধ হতে একমত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বরাত দিয়ে রয়টার্স আজ শনিবার জানায়, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভান্ডার ধ্বংস করতে পরাশক্তিধর রাষ্ট্র দুটি একমত হয়েছে।

রয়টার্স আরও জানায়, পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের নেতৃত্বে একটি রুশ কূটনৈতিক দলের সঙ্গে মার্কিন দলের তিন দিনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।

কেরি আজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, এ চুক্তি অনুযায়ী সিরিয়া এক সপ্তাহের মধ্যে তার হাতে থাকা রাসায়নিক অস্ত্রের বিস্তারিত তালিকা জনসম্মুখে প্রকাশ করবে।

লাভরভের সঙ্গে ওই যৌথ সংবাদ সম্মেলনে কেরি আরও বলেন, নভেম্বর পর্যন্ত জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সিরিয়ায় থাকতে দিতে বাধ্য থাকবে সিরীয় সরকার। তিনি বলেন, তাঁদের চূড়ান্ত লক্ষ্য হবে ২০১৪ সালের মাঝামাঝির মধ্যেই সিরিয়ার রাসায়নিক অস্ত্র পুরোপুরি ধ্বংস করা।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.