যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
ব্লগের সবাইকে শুভেচ্ছা। অনেকদিন ব্লগে ঢুঁ মারা হয় না। আসলে সময় এবং স্বস্তি কোনটাই পাচ্ছি না।
কী কারণে জানিনা।
আমার লেখা পড়ে আপনার (সাফায়েত) ভ্রমণ করা সেই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনে গিয়োছিলাম গত বৃহস্পতিবার।
এখন নতুন আরেকজন শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। আগেরজন মাতৃত্বজনিত কারণে সাময়িক ছুটিতে।
স্থানীয় প্রভাবশালী একদল তরুণ ব্যবসায়ী সমন্বয়ে একটি শক্তিশালী স্কুল পরিচালনা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সর্বশেষ সভায়।
লক্ষ্মীপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী কাম শিল্পপতি প্রতি মাসে শিক্ষকের বেতন বাবদ ১ দেড় হাজার টাকা পরিশোধ করবেন।
আশা করা যাচ্ছে ঈদের পরই এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা যাবে।
.........আমিও ফেনী জেলার ছাগলনাইয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা এবং কর্মসংস্থানকে পাশাপাশি রেখে কর্মসংস্থানমূলক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে পাইলটিং শুরু করে দিয়েছি।
......শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পারলেই এটি বাস্তবায়ন সম্ভব। নিরবে নিঃশ্চুপে একটি সেমিনার এবং একটি ওয়ার্কশপ সম্পন্ন করেছি শিক্ষার্থীদের নিয়ে।
সেমিনারের দিন শিক্ষার্থীদের মধ্য থেকেই তিনজন প্রতিবেদনকারী নির্বাচিত করেছিলাম। একটি প্রত্যন্ত অঞ্চলের তথা উপজেলা পর্যায়ের কলেজের অনেক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রস্তুতকৃত রিপোর্ট।
কোনটিকে প্রথম, কোনটিকে দ্বিতীয় এবং কোনটিকে তৃতীয় করবো, বুঝতে পারছি না। আমার কাছে তিনটিই অসাধারণ মনে হচ্ছে।
প্রিয় ব্লগারবৃন্দ, আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি......তিনটি রিপোর্টের কোনটিকে প্রথম করবো।
প্রথম জনকে একটি কলম প্রেজেন্ট করবো। আপনাদের ভোটে যে প্রথম হবে....তাকেই কলম উপহার দেবো।
রিপোর্ট নং -১
মোঃ জহিরুল আলম কিশোর। বিবিএস-১ম বর্ষ
১. কার্য শুরু ১২.০০ টায়: অতিথি এবং অংশগ্রহণকারীদের আসনগ্রহণ শুরু ও স্যারের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। দায়িত্বে স্যার নিজে ছিলেন।
২. ১২.০৫ টায়: স্যারের সংক্ষিপ্ত বক্তব্য - স্যার কার্যক্রমের ......সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাজে লাগানোর কথা বলেন।
৩. ১২.১৯- স্থানীয় পৌর সভার চেয়ারম্যান উপস্থিত হন।
৪. ছাত্রছাত্রীদের মাঝে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রশ্নপত্র প্রদান ও ফ্রি ইনফরমেশন পেপার প্রদান।
৫. ১২.২৫ টায়- পরিচিতি পর্ব পৌর সভার চেয়ারম্যানের সাথে।
৬. ১২.২৭ টায়- বিশেষ অতিথি উপস্থিত হন।
জনাব কামরুল হাসান লিটন।
৭. সেমিনার এর মূল বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন। এতে কোম্পানির কার্যক্রম পাঠ করা হয়।
এসময় স্যার ছাত্র-ছাত্রীদেরকে এক কার্যক্রমের সাথে যুক্ত হয়ে দেশের ও নিজের অর্থনৈতিক উন্নয়ন করতে বলেন।
১২.৩৫: টায়- বিশেষ অতিথি কামরুল হাসান লিটন বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি স্যারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এধরনের উদ্যোগ খুবই ভালো কার্যক্রম। তিনি স্যারের সাথে একমত হয়ে বলেন, ছাত্রদের আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত। তিনি ইউনুছের ক্ষুদ্র থেকে বৃহৎ হওয়ার কথা একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন ছোট থেকে বড়র সৃষ্টি হয়। তিনি স্যারের এ পরিকল্পনাকে যুগোপযোগী পরিকল্পনা বলেন।
তিনি উদ্যোক্তাকে ধন্যবাদ দেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন।
১২.৪৫ টায় - স্যার সংক্ষিপ্ত বক্তব্য দেন। এতে স্যার আমেরিকার নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার জীবনের সাফল্যের কথা বলেন।
১২.৫০ টায়- প্রধান অতিথি ছাগলনাইয়া পৌরসভার চেয়ারম্যান আলমগীর বি.এ. তাঁর বক্তব্য শুরু করেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের মত ছাত্র ছিলাম।
তবে পেছনের সারির ছাত্র ছিলাম। তিনি ছাত্র-ছাত্রীদেরকে বলেন, ছাত্রদের শুধু পড়ালেখার মধ্যে থাকলেই হবে না, তাদের এখন থেকেই কর্মসংস্থানের পথ খুঁজতে বলেন। তিনি সহজ উপায় হিসেবে স্যারের এ উদ্যোগকে বেছে নেয়ার জন্য বলেন।
পৌর চেয়ারম্যান একশ বস্তা চালের সেই কাহিনী সেমিনারে উপস্থাপন করেন। তিনি তাঁর জীবনের কয়েকটি ঘটনা উল্লেখ করেন।
তিনি সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন আমাদের সবাইকে সফলতার জন্য চেষ্টা করতে হবে। তিনি বলেন শিক্ষার কোন বয়স নাই, কিন্তু তা যথাসময়ে করা চাই। তিনি সবাইকে মনোযোগ সহকারে পড়ালেখা করার জন্য বলেন। তিনি বলেন তোমাদের যদি যুগের সাথে তাল মিলাতে হয় তাহলে তোমাকে এখন থেকে কিছু না কিছু করতে হবে।
তিনি সবাইকে সংগঠিত হয়ে কাজ করার জন্য বলেন। তিনি নারী উন্নয়নের কথাও বলেন। তিনি যুবকদেরকে হরতাল ভাংচুরের পরিবর্তে উদ্যমী হওয়ার কথা বলেছেন। তিনি বলেন এখন প্রতিযোগিতার যুগ, তথ্য প্রযুক্তির যুগ। তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার জন্য ওয়াদা করিয়েছেন।
তিনি বলেন মাদক হল আপনাদের জন্য অভিশাপ। তিনি সবার জীবন সুন্দর হওয়ার কামনা করেন। তিনি বলে, একজন দরিদ্র পরিবারের সন্তান আমার বাবা টেইলর। গরীব ছাত্র-ছাত্রীদের হতাশ হওয়ার জন্য নিষেধ করেন। তিনি বলেন আমার বাবা একজন দর্জি।
তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুন্দর ভবিষ্যত কামনা করে তার বক্তব্য শেষ করেন।
০১.২০ টায়- প্রশ্নপত্রের উত্তরগুলো সংগ্রহ করা হয়। এর ফাঁকে স্যার তাঁর প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের নাম একশ বস্তা চাল। সংক্ষেপে স্যার প্রবন্ধ পড়ে শোনান।
তিনি ছাত্র-ছাত্রীদের হস্তশিল্পের কাজ করার জন্য বলেন। তিনি ছাদে...টবের...বাগানে ফুল গাছ লাগানোর কথা বলেন। তিনি পরিত্যক্ত জায়গায় গাছ লাগানোর কথা বলেন।
০১.৩০ টায়- অতিথিদের.....বিদায়.....
মোঃ জহিরুল আলম কিশোর, তাং- ১৯/১১/০৮ খ্রিঃ
দ্বিতীয় রিপোর্ট :
মোবারক হোসেন
শিক্ষার মধ্যেই কর্মসংস্থানের কৌশল বা উপায় নির্ধারণ।
* ২০১০ সালের জানুয়ারীর ১ তারিখে ইএফএলবিডি- এর সেবামূলক উদ্দেশ্যটুকু সবার কাছে পৌঁছে দিবে।
* সার্টিফিকেটনির্ভর শিক্ষার উদ্দেশ্য নয়, এর পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত করতে হবে.......আখতারুজ্জামান।
* কর্মসংস্থান সবার জন্য নিশ্চিত করা। যা হবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে। ......আখতারুজ্জামান
* শিক্ষার মাধ্যমে আত্মকর্মসংস্থানমূলক শিক্ষা প্রয়োগ। এটি আমাদের দেশের জন্য খুব জরুরী.......লিটন।
* লিটন এর ধারণা আখতারুজ্জামান সাহেব খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন যা একবিংশ শতাব্দির মোকাবেলার হাতিয়ার।
* ড. ইউনূছ প্রফেসর থেকে......ছোট ছোট উদ্যোগ.....ঋণ সঞ্চয় থেকে শুরু করে আজ সারাবিশ্বে পরিচিত....লিটন।
* ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের এখুনি সময়। তথ্য প্রযুক্তি সবার কাছে পৌঁছে অর্থনৈতিক সচ্ছলতা আনা একান্ত প্রয়োজন.....লিটন
* ৪/১১/০৪...বারাক ওবামা কোটি ভোটারের কাছ থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিমাণের চাঁদা আদায় করেছিল.....আখতারুজ্জামান
* আমি আলমগীর বি,এ কলেজের পেছনের সারি থেকে আজ মেয়র নির্বাচিত হয়েছি। এর পেছনে একমাত্র প্রচেষ্টাই মূল....আলমগীর বি,এ
* আমাদের সবাইকে কাজ করে উদ্যোগে নিয়ে প্রতিষ্ঠিত হতে হবে....আলমগীর
* সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে আমাদের কি কাজ করতে হবে।
লক্ষ্য স্থির করতে হবে, আমরা কী হব.....আলমগীর।
* এখন কম্পিউটারের যুগ। আমাদের সচেতন হতে হবে তথ্যপ্রযুক্তির মধ্যে......আলমগীর
* এখন থেকে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।
* নাটক টেলিভিশনে সময় বেশি না দিয়ে পড়ালেখায় মনোযোগী হতে হবে.....আলমগীর
* প্রথম কাজ নিয়ম-শৃঙ্খলা মানতে হবে।
* দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে।
এটা হবে কর্মসংস্থানের মাধ্যমে।
* আমাদের যোগ্য নাগরিক সন্তান, যোগ্য ব্যক্তি হতে হবে, সবাইকে দায়িত্বশীল হতে হবে.....আলমগীর।
* আমাদের সন্তানের ভাল একটা অবস্থানে গেলে আমাদের গর্ব হয়।
* হরতাল মিছিল না করে কলমের মাধ্যমে আমাদের প্রতিকার করতে হবে.....আলমগীর
* ছাত্র-ছাত্রীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ, আমরা কেউ মাদকাসক্তিতে আসক্ত হব না। এতে পরিবার থেকে দেশ পর্যন্ত উপকৃত হবে।
....আলমগীর
* শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও স্থানীয় প্রতিনিধিকে নিয়ে এই ভিশন পরিচালিত হবে। ......আখতারুজ্জামান
* আমাদের চিন্তা-ভাবনা গুলোকে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় তাহলে অনেক কিছুই আবিষ্কার ও উন্নয়ন করা সম্ভব।
তৃতীয় রিপোর্ট :
মোঃ নজরুল ইসলাম, বি.বি.এস-ফার্স্ট ইয়ার
ইএফএলবিডি লিমিটেড, ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিমের মূল লক্ষ্য হচ্ছে- "শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের উপায় নির্ধারণ কৌশল। "
আমাদের এই টিমের উদ্দেশ্য হচ্ছে তথ্যপ্রযুক্তিকে সাধারণ জীবনমানে নামিয়ে এনে জীবনযাত্রার মান উন্নয়ন করা। এর মাধ্যমে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে বড় করে ভবিষ্যত বিনিয়োগ করে কর্মসংস্থান করা।
এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন জনাব কামরুল হাসান লিটন। তিনি তাঁর বক্তব্যতে বলেন- আমাদের এই টিমের প্রয়োজনীয়তার কথা। তিনি আরও বলেন যে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ, এটি একটি আশাব্যঞ্জক কার্যক্রম। এর মাধ্যমে অনেক বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এটি এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে শিক্ষা অবস্থার থেকে কর্মসংস্থান তৈরি হয়।
তিনি অবশেষে এই প্রতিষ্ঠানের শুভকামনা চেয়ে এবং সফলতা কামনা করে তাঁর সাবলীল বক্তব্য শেষ করলেন।
এরপর সেমিনারের প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলার মেয়র জনাব আলমগীর বি,এ তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি শুরুতেই ইএফএলবিডি লিমিটেড, ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিম এর প্রচেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি আরও বলেন এই রকম কর্মকাণ্ডের প্রধান অতিথি হয়ে তিনি নিজেকে গর্বিত মনে করলেন। এই সেমিনারে উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে তিনি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে নিতে বলেছেন।
তিনি ছাত্র-ছাত্রীদেরকে এই প্রতিষ্ঠানের মূলধন গঠনে সহায়তা ও কর্মসংস্থানমূলক শিক্ষা বাস্তবায়নে উদ্যোগী হতে বলেছেন।
তিনি তাঁর বক্তব্যে নিশ্চয়তা দিলেন যে, এই টিমের সফলতার জন্য যা করা প্রয়োজন, তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
পরিশেষে তিনি এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।