আলো অন্ধকারে যাই...
''পরিবেশ নিয়ে একটি নাটক, মান্দার। যার অন্য নাম আপরাজিতা, একটি গাছের নাম। বোবা মেয়ে, যার কেউ নেই কথা বলবার,সেই মেয়ে স্বযতনে গাছগুলোর সাথে ভাবের আদান প্রদান করে। ...খলনায়ক গাছগুলো কেটে পোড়াবে ইটের ভাটায়। তার বাড়ীর চাকর 'রসুল'।
বোকা বারবার ভুলে যায় মালিককে 'জ্বী হুজুর' বলতে। ...মালিক তাকে এই অপরাধে হারামজাদা বলে গালি দেয়। ''
এই হলো মান্দার নাটকের সারকথা।
''রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধুমকেতু আযোজিত অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী নাটকটি পরিবেশন করে গত ৪ নভেম্বর। ২৮ ঘন্টা পর ছাত্রশিবির নাটকে রসুলকে গালি দেবার জন্য, তারপর প্রেসক্লাব থেকে জামাতের সমর্থকরা নাটকের পরিচালককে ক্ষমা প্রার্থনার দাবী করে।
''
তারপর ঘটে যায় অনেক নারকীয় ঘটনা।
''আজও হয়তো কেউ কেউ বলবেন কি দরকার চাকরের নাম রসুল দেয়ার ! রহিম, করিম, মালেক দিলেও তো চলে। কিন্তু এগুলো তো আল্লার নাম !! কাজেই মৌলবাদীদের কাছে এগুলো কোনো কারন নয়, সন্ত্রাস সৃষ্টির উপলক্ষ্ মাত্র। ''
পত্রিকায় উদীচী, ইউ কে শাখার সভাপতি ডা. রফিকুল হাসান খানের লেখাটি পড়ে অনেকক্ষণ বিহ্বল হয়ে বসে ছিলাম। ধর্মান্ধতা আর কত নীচে নামাবে আমাদেরকে ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।