..
..
..
..
কিছু কুচক্রি ও খলনায়কদের চক্রান্তে আমাদের দেশ বিভক্ত হলেও খন্ডিত বাংলা, খন্ডিত বাঙালি রবীন্দ্রনাথ নজরুল এর মত লালন কেউ ভাগ হতে দেয়নি। আমি মনে করি লালন সমকালের এক আধুনিক চৈতন্য। এই মহাত্মা প্রায় দুইশ বছর আগে তৎকালীন বঙ্গসমাজে যে ধর্মান্ধতা, জাতিভেদ, জাতিদাঙ্গা, শ্রেণীবৈষম্য, কুসংস্কার ছিল তার বিরুদ্ধে তিনি তার সঙ্গীতের মাধ্যমে যে দার্শনিকতার সমাজ মনুষ্যতার নান্দিপাঠ উচ্চারণ করেছিলেন তা আজও প্রবলভাবে প্রাসঙ্গিক। কেননা এই একি ধর্মান্ধতা, জাতিভেদ, সাম্প্রদায়িক দাঙ্গা, শ্রেণীবৈষম্য কুসংস্কার বহুল পরিমাণে এখনো বিদ্যমান। তাই লালন আমাদের জীবনে এক প্রতিবাদী অবলম্বন এবং আশ্রয়।
এখানে লালন ফকিরের কয়েকটি গানের সঙ্গে কয়েকটি দেহতত্ত্ব গানও নিবেদিত হল। লালনের এই দেহতাত্ত্বিক গান আমাদের এক অন্য ভুবনে নিয়ে যায়, অন্য এক দিগন্ত উন্মোচন করে। তাই এই গানে তার অনুভবের আকাশের পাখির প্রতিমাটি নানান ভঙ্গিমায় নানান প্রতীকে বারবার ফিরে ফিরে আসে। তাতে এক বৈরাগ্যের বিষন্নতা সহজীয়া প্রেমের বিন্যাস থাকলেও মূলত তিনি এতে আত্মউপলব্ধি, আত্মশুদ্ধি ও আত্মসতর্কীকরণের কথাই বলেছেন যাকে আমরা Self-realization, Self-rectification and Self-warning বলি। বর্তমানে এক ভয়ঙ্কর সামাজিক অবক্ষয় মানবিক মূল্যবোধহীনতা, দুর্নীতি, ভ্রষ্টাচারে আমাদের দেশ ও জনগণ আক্রান্ত নিপীড়িত বিশেষ করে রাজনৈতিক পরিমন্ডলের এক শ্রেণীর অধঃপতিত ব্যাক্তিদের দ্বারা।
এই প্রেক্ষাপটেই আমি লালনকে উপস্থাপিত করতে চাইছি। লালনের দর্শন চিন্তায় যাতে মানুষ সৎ ন্যয়নিষ্ঠ ও সুন্দর হতে পারে। " এইখানে ক্লিক করুন "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।