আমাদের কথা খুঁজে নিন

   

উপচে পরা তেল/জীবনঃ ৪

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

বাইর হবো আমার ভাঙাচোরা ইউনিটের প্রধান সহকারী আটকাইয়া রইছেন গুলশানে। ফোন কর্লেই কইতাছে, ভাইয়া এক চুল ও লঢ়তে পারতেছি না। ভীষন জ্যাম। শেখ হাছিনা দেশে ফিরেছেন, সকাল থেকে রাস্তা ঘাটের খবর হইয়া গেছে! চ্যানেল আই'র খবরে দেখলাম ছড়াকার তেল চপচপে রিটনও শেখ হাসিনার পেলেনের লেঞ্জা ধইরা নাজেল হইয়া গেছেন।

টিভির পর্দায় তার সে কি তেল চপচপে তৈলাক্ত হাসি, বুঝতে আর বাকী নেই মবিল মিশ্রিত ভয়ানক তেল পুনরায় বোতলের মধ্যে ঢুকতে শুরু করেছে! জাতি আবার শুনবেন সেই থোরবড়ি খাড়া আর খাড়াবড়ি থোর ছড়া। তবে, চ্যানেল আইর খবরে যতবারই বিমান বন্দরের কথা উচ্চারন করা হচ্ছিল ততবারই বলা হচ্চিল "লালন চত্তর, লালন চত্তর" শুনতেই ভীষন ভাল লাগছিল! ভাল লাগছিল এই ভেবে, কিছু সংখ্যক অকাট মূর্খ্য আর যতই চিল্লাফাল্লা করুক বাংলার মানুষ তাদের ঠিক জবাবটি যথা সময়ে বুঝিয়ে দেবে। এ মাটি বাংলার, আরবের মরু নয়। লালন চত্তর নামটি ঘোষনা করে বাংলাদেশের সচেতন শিল্পী সমাজের ব্যানারে চারুকলার ছেলেমেয়েরা। সালাম আপনাদের।

আর সালাম জানাই চ্যানেল আইকে সেই নামটি বার বার দৃপ্ত উচ্চারণে ছড়িয়ে দেবার জন্যে। ব্রাভোরে সচেতন শিল্পী সমাজ!!! ব্রাভোরে চ্যানেল আই!!! চারুকলায় আজ বিকেল ৪টায় পতাকা মিছিল হবে। সবাই চলে আসুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।