আমাদের কথা খুঁজে নিন

   

উপচে পড়া (জী/যৌ)বনঃ ৩

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

আমাদের মনমানসিকতায় নানাবিধ ডাইমেনশন আছে। গরীব দেশের জনতা আমরা, পরিবারের সবাই মিল্লা একলগে টিভি দেখতে বসি। এক লগে শিশু পার্কে যাই। এক লগে ব্লগিং করতে আসি।

রাস্তার মইধ্যে খাড়াইয়া খাড়াইয়া এক লগে মুতিও। এরাম আরো কত কি যে আমরা গলাগলি ধইরা এক লগে করি তার ইয়ত্তা নাই! কেবল ব্লগে দুইটা ছবি ফান কইরা দিলেই হই চই বাইন্ধা যায়! রুচি আচার আর চানাচুরের ডিকশনারী খুইল্লা হেদায়েত করতে লাইগ্গাযায় বেবাকতে। কাঠ ব্লগারদের ওজর আপত্তি নুরানী মাওলানার সাগরেদরাও পর্য্যন্ত হার মানবে আলবত। এলাকা জুড়ে আইপি ব্যানের দাবী সহ নানাবিধ দাবীর মুখে অটোমডুত্বের ক্রসফায়ারে পড়ে যেতে পরেন আপ্নে বিনা দ্বিধায়। এইটা এমন এক দেশের ব্লগ যেখানে আমরা ব্লগাররা খুব সাধ কইরা মা/বইন/বাপ/ভাই/পোলা/মাইয়া হক্কল লইয়া এক যোগো বলগাইতে আসি! এইখানে আমি এমুন একটা ছবি পোষ্টাইলে ছি ছি পইরা যাইব।

কিন্তুক কম্পানী আপ্নের নাকের উপ্রে হেই ছবি লটকাইয়া দিলেও কারো কোন রাও নাই! আপ্নেগো দিব্য চক্ষুতে কি তখন ঠোশা লাগাইয়া রাখেন? যত্ত সব তেলতেলে হিপক্রেট এক ট্যাকার কামিজ বেচার এই ছবিটা আমি পোষ্টাইলে আমার খবরই আছিল ছবি সৌজন্যঃ Click This Link উপচে পড়া জীবন: Click This Link উপচে পড়া জীবন ২ : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।