কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©
অনেকে পোস্ট লিখে কমেন্টের আশায় বসে থাকেন। আর কমেন্ট না পেলে খুব ব্যথিত হন। এ জন্য উনারা মনে করেন যে,উনারা মনে হয় ভালো ব্লগার না। হয়তোবা উনাদের পোস্ট টা ভালো হয়নি। ব্যাপারটা শতভাগ ঠিক না।
অনেক ভালো,সুন্দর পোস্টে দেখা যায় আশানুরুপ কমেন্ট আসেনা। কমেন্টের ব্যাপারটা মূলত নির্ভর করে কার সাথে কার ভার্চুয়াল অথবা বাস্তব যোগাযোগটা কি রকম।
এর বাইরে যদি অসাধারণ কোনো পোস্ট আসে তাহলে কিছু কমেন্ট অবশ্যই আসবে।
সম্পর্কটা কি রকম?
আমি কারো পোস্ট পড়ে সবসময় যদি বলি, খুব সুন্দর হয়েছে,অসাধারণ হয়েছে,আপনার ব্লগ বাড়ি ঘুরে গেলাম,শুভেচ্ছা রেখে গেলাম ইত্যাদি ইত্যাদি। তাহলে সে ব্লগারের সাথে আপনার একটা সুসম্পর্ক দাঁড়ালো।
এই সুসম্পর্কের সূত্রে আপনি যেকোন পোস্ট করেন না কেন-দেখবেন মন্তব্যে আপনার ব্লগাংগিনা ভরে যাচ্ছে।
আপনি যদি ২০ টা কমেন্ট করেন,তাহলে কমপক্ষে ৫ কমেন্ট রিটার্ন পাবেন।
মানুষ রাশেদ কে চিনে,রাশেদ মুকুলকে চিনে, মুকুল বিষাক্ত মানুষ কে চিনে,বিষাক্ত মানুষ সাজিকে চিনে, এখন এদের যদি পারস্পরিক দেখা হয়,তাহলে অবশ্যই জানতে চাইবে, কে কেমন আছেন? এগুলো শুধু আমি নাম হিসাবেই ব্যবহার করলাম। এরা সবাই ভালো লিখেন। তারপরও সবাই সবাইকে ভালো বলবেন।
কারণ অনেকদিনে একটি পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়েছে।
আবার ,আরেক জনকে আপনি জানতে চাইলেন,ভাই কেমন আছেন? এর পর মাসের পর মাস কোনো রিপ্লাই নেই,তাহলে সে পথেতো আপনি আর পা বাড়াবেন না।
আবার অনেকই আছেন,পোস্ট দিয়ে মন্তব্য পাওয়া না পাওয়ার ব্যাপারে কোনো কেয়ার করেন না। যেমন-ফকির ইলিয়াস। সেটা সম্পূর্ন ভিন্ন ব্যাপার।
রাশেদ আর চিকনমিয়া কে দেখুন। ব্লগের পরিচিত মুখ। কারণ হলো,সবার ব্লগে উনাদের কমেন্ট। আগে রাশেদ একাই এ কাজটা করতেন। তারপর চিকনমিয়া শুরু করলেন।
একজন ব্লগারও কয়েক সপ্তাহ সবাইকে দারুন ভাবে উপস্থিতি জানান দিয়েছেন।
মূল কথা হলো- কমেন্ট পেতে চাইলে বেশী বেশী কমেন্ট করতে হবে।
সবাইকে গিয়ে বলতে হবে-দারুন লিখা হয়েছে,সুন্দর হয়েছে, এতো সুন্দর আপনার পোস্ট আমি অবাক হয়ে যাই। কেমন করে এতো সুন্দর করে লিখেন, আপনার পরের পোস্টের অপেক্ষায় থাকলাম ইত্যাদি।
এর বাইরে, কেউ নিজস্ব আত্মবিশ্বাস নিয়ে যদি লিখেন, আর মনে করেন-প্লাস ,মাইনাস ,কমেন্ট পাওয়া না পাওয়া কোনো ব্যাপার না, আমার মনের আনন্দে আমি লিখে যাবো নিজের ডায়েরীর উম্মুক্ত পাতা-তাদের জন্য শুভ কামনা।
তবে কমেন্ট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। এটাও এক ধরনের বিনিময় প্রথা।
আমার সাধারণ ভাষায় ব্যাপারটা তুলে ধরতে পারলাম কি না,আমি নিজেই সন্দিহান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।