শঙ্খপাপ আমার
"জনাব, পানীয় নতুবা সিগারেট চলবে?
বার কিনুন, একটা বিনামূল্যের!
কি চাই? আকিজ নাকি বেনসন?"
"দূর ব্যাটা, এইসব ছাইপাশ কে খরিদ করবে?
ফুল বিক্রি দে - কদম, রজনীগন্ধার
ঢালি, কালো গোলাপ কিংবা নীলপদ্ম।
আচ্ছা, নীল গোলাপ হয়? কখনো দেখিছিস ?"
"কি জানি, তবে নীলের সাথে নিত্য সাক্ষাত - "
"তা বটে! এক কাজ করলেই পারিস-
হরেক রঙা ফুল দিয়ে বস ধারঘেঁষে ফুটপাত;
যার যেমন অভাব তেমন কিনবে,
নীল গোলাপ: নব্য ছ্যাঁকাপ্রাপ্ত প্রেমিক;
বরষা-কদম: নবীন প্রেমিক-প্রেমিকা, দম্পতিযুগল;
নীলপদ্ম: বাউন্ডুলে ভাল চাইবে;
কালো গোলাপ: অশুভ নাগরিক এক;
কিছু অন্যরকমও হবে - নারিকেল ফুলের নাকফুল,
শিমের মালা কিংবা কৃষ্ণচূড়ার খোঁপা;
কবিদের নারীদের জন্য। দেখে দেখে দ্বিতীয় নিলীকা,
হিমালিনীর রূপসূধার অ্যাখানভাগ একতরপা। "
"জনাব, না কিনতে চাইলে প্যাঁচাল করেন কেন একা?"
"কিনব না বললুম কই? গ্রাহকের পিছনে নিষ্টাচার
জোঁকের মতন লেগে থাকাই শ্রেষ্ঠতম মূলধন। "
"আমার তাড়া আছে, এবার যাইগে-"
"জানিস নে তুই, সিগারেট-টিগারেট বড় নচ্ছার?
ফি-বছর মরে ধুঁকে ধুঁকে সহস্র মানুষজন।
"
"জানি নে মানে! সব শালা মরুকগে-
জ্যামিতিক চক্রানুসারে মানুষ বৃদ্ধির জামানায়,
কেউ আগে পারা'র হলে আমাদেরই মঙ্গল।
যারা যাবার তারাই এসব টানে - খায়। "
"তুই টানিস? দিব্যি দিলাম, সত্যি করে বল"
"কি যে বলেন! বিষ নিজে পান করতে নেই
অন্যকে গেলাতে প্রলোভিত করতে হয়।
বাণিজ্যিক আবর্তনে ওরা আনে জাহাজে জাহাজে
বিয়ার, হুস্কি, বেনসন; জায়গা নেই তিল-ঠাঁই!
আনে নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে অজেয়
কাঁদুনে গ্যাস, রাইফেল, খুঁদে সিরিঞ্জ হাতের খাঁজে;
বাণিজ্যিক আবর্তনে ওরা নিয়ে যায়
আমাদের পাটের ঝুড়ি, মৃন্ময়ী পুতুল, নকশীকাঁথা,
কৃষ্ণপাথর- যত আসবাবপত্তুর তারা চায়।
ওদের বাতিঘর, নগরভবন, বারান্দা দেখেছেন?
কি শৈল্পিক একেক মন কি সৌখিন!
বাণিজ্যিক আবর্তনে ওরা শিল্পকলা, কাব্যের প্রভু
আমরা সার্বজনীন, সর্বস্বীকৃত বিষ বিক্রি করে চলি।
"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।