আমাদের কথা খুঁজে নিন

   

বাণিজ্যিক আবর্তন

শঙ্খপাপ আমার

"জনাব, পানীয় নতুবা সিগারেট চলবে? বার কিনুন, একটা বিনামূল্যের! কি চাই? আকিজ নাকি বেনসন?" "দূর ব্যাটা, এইসব ছাইপাশ কে খরিদ করবে? ফুল বিক্রি দে - কদম, রজনীগন্ধার ঢালি, কালো গোলাপ কিংবা নীলপদ্ম। আচ্ছা, নীল গোলাপ হয়? কখনো দেখিছিস ?" "কি জানি, তবে নীলের সাথে নিত্য সাক্ষাত - " "তা বটে! এক কাজ করলেই পারিস- হরেক রঙা ফুল দিয়ে বস ধারঘেঁষে ফুটপাত; যার যেমন অভাব তেমন কিনবে, নীল গোলাপ: নব্য ছ্যাঁকাপ্রাপ্ত প্রেমিক; বরষা-কদম: নবীন প্রেমিক-প্রেমিকা, দম্পতিযুগল; নীলপদ্ম: বাউন্ডুলে ভাল চাইবে; কালো গোলাপ: অশুভ নাগরিক এক; কিছু অন্যরকমও হবে - নারিকেল ফুলের নাকফুল, শিমের মালা কিংবা কৃষ্ণচূড়ার খোঁপা; কবিদের নারীদের জন্য। দেখে দেখে দ্বিতীয় নিলীকা, হিমালিনীর রূপসূধার অ্যাখানভাগ একতরপা। " "জনাব, না কিনতে চাইলে প্যাঁচাল করেন কেন একা?" "কিনব না বললুম কই? গ্রাহকের পিছনে নিষ্টাচার জোঁকের মতন লেগে থাকাই শ্রেষ্ঠতম মূলধন। " "আমার তাড়া আছে, এবার যাইগে-" "জানিস নে তুই, সিগারেট-টিগারেট বড় নচ্ছার? ফি-বছর মরে ধুঁকে ধুঁকে সহস্র মানুষজন।

" "জানি নে মানে! সব শালা মরুকগে- জ্যামিতিক চক্রানুসারে মানুষ বৃদ্ধির জামানায়, কেউ আগে পারা'র হলে আমাদেরই মঙ্গল। যারা যাবার তারাই এসব টানে - খায়। " "তুই টানিস? দিব্যি দিলাম, সত্যি করে বল" "কি যে বলেন! বিষ নিজে পান করতে নেই অন্যকে গেলাতে প্রলোভিত করতে হয়। বাণিজ্যিক আবর্তনে ওরা আনে জাহাজে জাহাজে বিয়ার, হুস্কি, বেনসন; জায়গা নেই তিল-ঠাঁই! আনে নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে অজেয় কাঁদুনে গ্যাস, রাইফেল, খুঁদে সিরিঞ্জ হাতের খাঁজে; বাণিজ্যিক আবর্তনে ওরা নিয়ে যায় আমাদের পাটের ঝুড়ি, মৃন্ময়ী পুতুল, নকশীকাঁথা, কৃষ্ণপাথর- যত আসবাবপত্তুর তারা চায়। ওদের বাতিঘর, নগরভবন, বারান্দা দেখেছেন? কি শৈল্পিক একেক মন কি সৌখিন! বাণিজ্যিক আবর্তনে ওরা শিল্পকলা, কাব্যের প্রভু আমরা সার্বজনীন, সর্বস্বীকৃত বিষ বিক্রি করে চলি।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.