টেলিভিশন নাটক এখন ব্যাপক সংকটে। শিল্পী, নাট্যকার, গল্পকার ও পরিচালকের স্বল্পতা এবং গুণগত মান এই সংকটের অন্যতম কারণ। তাই সংকট দূর করতে নেওয়া হয়েছে ভিন্নস্বাদের উদ্যোগ। ব্যাকড্রপ লিঃ এবং এটিএন বাংলা যৌথভাবে দেশব্যাপী শুরু করতে যাচ্ছে টেলিভিশন নাটক বিষয়ক রিয়েলিটি শো 'নাট্যযুদ্ধ'। এ উপলক্ষে গতকাল এটিএন বাংলা ও ব্যাকড্রপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ব্যাকড্রপের চেয়ারম্যান মনোয়ার পাঠান। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তিপত্র স্বাক্ষর শেষে রিয়েলিটি শো 'নাট্যযুদ্ধ'র বিস্তারিত উপস্থাপন করেন এটিএন বাংলার উপদেষ্টা [অনুষ্ঠান] ও 'নাট্যযুদ্ধ'র প্রধান সমন্বয়কারী নওয়াজিশ আলী খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনজাম মাসুদ, তুহিন বড়ুয়া, শামসুল হুদা, তাশিক আহমেদ, ফখরুল আবেদীন দুলাল, শহীদ রায়হান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।