আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে শোকের ছায়া

মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশেও। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রমুখ।

রাষ্ট্রপতি তার দেওয়া শোকবার্তায় কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বাঙালি হারাল চিরায়ত কন্যা, জায়া, জননীর আটপৌরে প্রতিভূকে। বাংলা চলচ্চিত্রের উৎকর্ষ ও আগামীর অনুপ্রেরণাদায়িনী হিসেবে সুচিত্রা সেন চিরস্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী নিজেকে মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয় নৈপুণ্যের একজন বিশিষ্ট অনুরাগী হিসেবেও উল্লেখ করেন এবং সুচিত্রা সেনের পরিবার, আত্দীয় ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিএনপি চেয়ারপারসনের শোকবার্তা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের মেয়ে কলকাতা চলচ্চিত্রে বহু ছবির সাড়া জাগানো অসাধারণ অভিনয় শিল্পী সুচিত্রা সেনের মৃত্যুতে সমগ্র বাংলাভাষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনে সুচিত্রা সেন ছিলেন এক চিরঅস্তিত্বমান উজ্জ্বল জ্যোতিষ্ক।

হুসেইন মুহম্মদ এরশাদের শোক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়াও মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে সেলিম আল দীন পরিষদ, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শরীয়তপুর ফাউন্ডেশন, বাংলাদেশ শিল্প সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, জনদুর্ভোগ নির্মূল জাতীয় ঐক্য এবং বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.