আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকশিল্পে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পোশাকশিল্প খাতে তেমন কোনো অস্থিরতা নেই। গাজীপুরে আজকে একটু সমস্যা হয়েছে। এর বাইরে দু-একটি ঘটনা ঘটেছে। তবে আর কোথাও কিছু হয়নি। গতকাল সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির পৃথক দুটি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজা ও ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রস্তুতি বিষযে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছর যেভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপ ও গরুর হাটের কাছাকাছি স্থানে নিরাপত্তা নিয়ন্ত্রণকক্ষ থাকবে। ঈদ বা পূজায় কোনো নাশকতার আশঙ্কা করা হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। এ দেশে সাম্প্রদায়কতার কোনো স্থান নেই। পোশাকশিল্পে অস্থিরতার জন্য একজন মন্ত্রী দায়ী- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য না করে মুচকি হাসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির এক নেতার গুজবে শ্রমিক অসন্তোষ : শ্রমিক অসন্তোষের জন্য বিএনপিকে দায়ী করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আমার কাছে প্রমাণ আছে বিএনপির এক নেতা মোবাইল এসএমএসের মাধ্যমে গুজব ছড়িয়ে শ্রমিক অসন্তোষ বাড়িয়েছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরউত্তম খাজা নাজিমউদ্দীন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু শিশু কল্যাণ পরিষদ, জাতীয় গণতান্ত্রিক লীগ এবং শহীদ কাজী আরিফ ফাউন্ডেশন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। নৌপরিবহনমন্ত্রী এম শাহজাহান খান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অর্বাচীন আখ্যায়িত করে বলেন, আমি ৪২ বছর ধরে শ্রমিক রাজনীতি করছি, আমি শ্রমিকদের স্বার্থে কথা না বললে কে কথা বলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমরা চেয়েছিলাম সংসদ বা সংসদের বাইরে আলোচনা করতে। বিরোধী দল বলেছিল তারা নির্বাচনের রূপরেখা দেবে। কিন্তু তারা রূপরেখা দেয়নি। এখন এই সংসদ বলবৎ রেখেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মানুষ হত্যার মতো ধ্বংসাত্দক কর্মসূচি না দিয়ে নির্বাচনকালীন সময়ে অবাধ ও সুষ্ঠুভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি আচরণবিধি তৈরি করতে সরকারকে সহযোগিতা করুন। তত্ত্বাবধায়কের মতো নয়, অন্তর্বর্তীকালীন সরকারের মতো করেই আচরণবিধি হবে, যেন লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকে। সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়ে সব দলের মতামত নিয়ে নির্বাচনের দিন-তারিখ ঠিক করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। বঙ্গবন্ধু শিশু কল্যাণ পরিষদের সভাপতি মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.