আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে গেল পাকিস্তান

প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছিল পাকিস্তান। অথচ শেষ পর্যন্ত সেই পাকিস্তানই কিনা জয় পেল ২২১ রানের বিশাল ব্যবধানে। জিম্বাবুয়েকে প্রথম টেস্টে হারিয়ে সিরিজে এগিয়ে গেল মিসবাহর দল। দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন ইউনুস খান। দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়েছেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল।

ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজেই টেস্টে ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তানের ব্যাটসম্যানরা। কিন্তু জিম্বাবুইয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৪৯ রানেই তারা অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ে করেছিল ৩২৭ রান। প্রথম ইনিংসে টেলরের দল ৭৮ রানে এগিয়ে থেকেও হারারে টেস্টে হারতে হলো বড় ব্যবধানে।

দ্বিতীয় ইনিংসে ইউনুস খানের ডাবল সেঞ্চুরি জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেয়। নয় উইকেটে ৪১৯ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। মজার ব্যাপার হচ্ছে, দ্বিতীয় ইনিংসে মিসবাহদের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি। এক ইউনুসই দলকে টেনে নিয়ে যান সামনের দিকে। শেষ ব্যাটসম্যান রাহাত আলীকে সঙ্গে নিয়ে অপরাজিত ৮৮ রানের জুটি গড়েন তিনি। হার না মানা ২০০ রানের ঝলমলে ইনিংস খেলেন ইউনুস।

জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান। কিন্তু ১২০ রানেই প্যাকেট হয়ে যায় স্বাগতিকরা। ইউনুস খানের ব্যাটিং ধামাকার পর বল হাতে জিম্বাবুয়েকে চেপে ধরে ছিলেন দুই স্পিনার সাঈদ আজমল ও আবদুর রেহমান। উভয় বোলারই ৪টি করে উইকেট নেন।

দারুণ এই জয়ের পরও যেন সন্তুষ্ট নন অধিনায়ক মিসবাহ। তবে পাকিস্তান অধিনায়ক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইউনুস খানের। মিসবাহ বলেন, 'সে সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে। যাকে বলে ম্যাচ জয়ী ইনিংস। সিনিয়রদের কাছ থেকে দল এমনটাই আশা করে। তবে আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। এটা ঠিক যে অনেক দিন পর টেস্ট খেলার কারণেই এমন হয়েছে। তবে আমি মনে করি, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। জিম্বাবুয়েও দারুণ খেলেছে। প্রথম দুই দিন তো আমরা ম্যাচেই ছিলাম না।'

ম্যাচ সেরার পুরস্কার হাতে ইউনুস খান বলেন, 'দল যখন মনে করেছে আমার ভালো করা উচিত, ঠিক ওই সময়ই আমি সেঞ্চুরি পেয়েছি। যদিও এই উইকেটে রান পাওয়া সহজ নয়। তবে ভালো ব্যাটিং করতে পেরে আমার ভালো লাগছে।' জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা বলেন, 'প্রথম তিন দিন আমরা লড়াই করেছি সামনে থেকেই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.