আমাদের কথা খুঁজে নিন

   

রাঙা ঠোঁটের শুরুর কথা

ঠোঁট রঙিন হলেও কথা অতোটা না

আমি পুরোনো ব্লগ পাঠক। পড়ছি বছরখানেক সময় ধরে। লেখালেখি করার তেমন শখ নেই। তবে পড়তে ভালোবাসি। কমেন্ট করতে চাই , তাই রেজি করে ফেলেছি।

কিছু মানুষ দেখি অনেক পুরোনো কিন্তু ফালতু কমেন্টে উসতাদ। তারা বছরে একটা পোস্টও দেয়না আবার খোঁচাতে ছাড়েনা। আমি সেরকম কমেন্ট দেবার জন্য এ আইডি খুলিনি। কারন ওটা করে ভীরুরা। আমি মূলত মজার কমেন্ট করার জন্য আইডিটা খুলেছি।

কারন নিজ পরিচয় দিয়ে অনেক কিছুই বলা যায়না, অনেক মজাই করা যায়না। যদিও আমি বিখ্যাত কেউ না, তবুও। বাংলা লিখতে বেশ কষ্ট হচ্ছে, মনে হয় আস্তে আস্তে থাকবেনা। দেশকে যারা ভালোবাসেনা তাদের আমি ঘৃণাও করিনা, ওটা পাবার যোগ্যতাও ওদের নেই। মাইনাস আর ফালতু আলাপে আমি ডরাই না, এটা ওনাদেরকে অগ্রিম জানায় রাখলাম।

আশাকরি মডারেটরগন আমাকে যথাসময়ে একসেস দিবেন। তাদেরকেও অনেক ধন্যবাদ, কারন সাইন এর কারণে অনেক সুন্দর লেখা পড়তে পারছি। ব্লগের সকল শুভবোধের ব্লগারদের শুভেচছা। আপনাদের সাথেই থাকবো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।