আমাদের কথা খুঁজে নিন

   

রাঙা ঠোঁটের ছোঁয়া


রাঙা ঠোঁটের ছোঁয়ায় সখ্যের আতস ঝরায়
হূদ কোমলে তষেরধারায় প্রেম ফুটায়
গোলাপি ঠোঁটের পরশ মাখা চুম্বন পরে
উতলে ফাগুন নিথর বদনে আগুন ঝলসায় –
প্রেম প্রিয়ার রসেলা ঠোঁটে মধু চুম্বন
হরষে মন নাচে ওঠে ভালবাসায় ।

নবনী বিম্বাতলে সুশ্রাবনী প্রেম ঢলে
পরশ ছোঁয়ায় আকুল করে চুম্বন ছলে
নীশিরণি ফুসে প্লাবনী চুম্বন ধ্বনি
নিতল হিয়ায় ভাবে ছড়ায় কলতানি –
গোলাবি ঠোঁটরমণি বনিতা প্রিয়া
মোর্ছায় ভাব হূদয় বীনায় চুম্বনদিয়া ।

রাঙা ঠোঁটের শীরিন নেশা ফুটায় কলরোল
যৌবনা রস উথলে হিয়ায় প্রাণ চঞ্চল
মধুঝরা পুর্ণমাসির পরশ সরস হূদে ঝলসে
রাঙা ঠোঁটের চুম্বনসারে ভাব আবেশে
মনের বনে মৃদু বসন্তের কলকল ধ্বনি
প্রিয়ার রাঙা ওষ্ঠের ছোঁয়া অমৃত ননি ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।