এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
হয়নি যাবার বেলা, শুরুতেই সবকিছু
শেষ করে কেন চলে গ্যাছ?
আমার ছিলো কিছু বলার
শুনতে না চেয়ে শুধু
নিজেকে নিয়েই তুমি আছো।
কিছু কিছু ভুল থাকে মেনে নিতে হয়
জমিয়ে রাখলে আসে মনে সংশয়,
অভিযোগ থাকলে তা লুকিয়ে রেখে
বিরহ বাড়াতে শুধু সত্যি ঢেকে।।
হয়নি যাবার বেলা, শুরুতেই সবকিছু
শেষ করে কেন চলে গ্যাছ?
তোমারই চলে যাওয়ায়
চাঁদ ডুবে গ্যাছে
কিছুই রইলো না তো স্তব্দতা আছে
তবু আশা ভুল সেতো ভাঙবে তোমার
আসবে ফিরে নিয়ে স্বপ্ন আমার
হয়নি যাবার বেলা, শুরুতেই সবকিছু
শেষ করে কেন চলে গ্যাছ?
নিজেকে নিয়েই তুমি আছো
শেষ করে কেন চলে গ্যাছ??
হয়নি যাবার বেলা- খালিদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।