আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজে বেড়াই তাকে

জীবনের ভুল গুল ঠিক করার জন্য আমি নিরন্তর চেষ্টা চালিয়ে যাই। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অনেক দিন আগের কথা। আমি তখন ক্লাস ২ অথবা ৩ এ পড়তাম। আমার বন্ধু ছিল অনেক কম।

ক্লাস এর সবচেয়ে মেধাবী ছিলাম বলে তাই এই অবস্থা। পড়াশুনা করতাম খালি সেই সময়গুলাতে। আতেল আর যাকে বলে আরকি। তখন আমাদের উপরের তলায় ওদের পরিবার আসল । ওদের মানে সোমার।

ও পরত আমার চেয়ে এক ক্লাস উপরে। একই স্কুল এ পরতাম আমরা। কিছু দিন যেতে না যেতেই আমি ওর ভাল বন্ধু হায়ে পড়লাম। খেলা করতাম একসাথে আমরা। একদিন অকে আমি কেন জানি পাথর ছুরে মারলাম।

অ ব্যাথা পেল। তারপর আমার সাথে অনেকদিন কথা বলল না। একদিন ওরা সবকিছু ছেড়ে ছলে গেল। অকে এর খুজে পেলাম না। ামরাও ওই বাসা ছেড়ে দিলাম।

এর কোনদিন যোগাযোগ হল না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।