আমাদের কথা খুঁজে নিন

   

খুনের সাক্ষী হওয়ায় খুন

মামার খুনের সাক্ষী হওয়ায় প্রাণ দিতে হল ভাগ্নে মো. আরমানকে। গত শনিবার রাতে মামার হত্যাকারীরা পিটিয়ে হত্যা করে তাকে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনোয়ার হোসেনকে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল আরমান। মামা আনোয়ারের হত্যা মামলার সাক্ষী হওয়ার পর থেকে হত্যার হুমকি দিয়ে আসছিল এ হত্যা মামলার আসামিরা।

শনিবার রাতে একা পেয়ে ওই হত্যা মামলার আসামিরা তার ওপর হামলা চালায়। মারাত্দক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.