চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে আবাহনীর আত্দবিশ্বাস তুঙ্গে। আজ তারা ফেডারেশন কাপ কোয়ার্টার ফাইনালে ফেনী সকারের বিপক্ষে লড়বে। অনেকে হয়তো বলতে পারেন এখানে আর কী হবে, আবাহনী সহজে সেমিফাইনালে চলে যাবে। হ্যাঁ, দল হিসেবে আবাহনী অবশ্যই তুলনামূলকভাবে অনেক শক্তিশালী। এর পরও ফেনী যে হারবে তা তো নিশ্চিত করে বলা যায় না। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, অবশ্যই আমরা জেতার ব্যাপারে আশাবাদী। মোহামেডানকে হারিয়ে দলের স্পিড বেড়ে গেছে। তবু প্রতিপক্ষকে কোনোভাবেই তুচ্ছ চোখে দেখছি না। কারণ দল হিসেবে ফেনীকে একেবারে দুর্বলও বলা যাবে না। গ্রুপ পর্বের লড়াইয়ে তাদের পারফরম্যান্স বেটারই মনে হয়েছে। উত্তর বারিধারাকে হারানো ছাড়াও শেখ জামালের বিপক্ষে দারুণ লড়াই করেছে। সত্যি বলতে কী, দুর্ভাগ্যক্রমে ফেনী সেদিন হার মেনেছিল। সুতরাং তাদের বিপক্ষে সতর্ক হয়ে খেলতেই হবে। অধিনায়ক সুজনও বলেছেন হারলেই বিদায় সুতরাং ফেনীকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। অন্যদিকে ফেনী সকার বলছে আবাহনী দারুণ শক্তিশালী। জিততে হলে সবাইকে সেরা পারফরম্যান্সই শো করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।