ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না।নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।
গতকাল সংলাপে ওয়ার্কার্স পার্টি বলেছে হরতাল, অবরোধ, বিক্ষোভ সংবিধান
প্রদত্ত মৌলিক অধিকার।এখানে আমার প্রশ্ন অন্ন বস্ত্র তাহলে??
যারা সে হরতাল অবরোধ বিক্ষোভ নামের রাজনীতিকদলের মৌলিক অধিকার মানবে না পেটের অধিকারের জন্য, তাদের(সাধারন জনগণ কে) কে কি সে অধিকার পালন করতে দেয়া হবে বা অতীতে হয়েছে? নাকি হরতাল অবরোধ বিক্ষোভ করতে বাধ্য করা হবে? অধিকার খেলার জন্য জরুরী অবস্হা পুরোপুরি প্রত্যাহারের কারন কি তাহলে হরতাল অবরোধ বিক্ষোভ ভাংচুরের সংবিধান প্রদত্ত অধিকার? হাসিনা জলিলের মুক্তি যা সরাসরি চাওয়া হয়নি! সংলাপের জন্য। সংলাপ বড় নাকি সংবিধান বড়? হাসিনা জলিলের মুক্তি দিলে সে সংবিধানের আইনের কি হবে মিঃ রাশেদ খান মেনন? সংবিধানের সব বিধান কি আপনারা সমান ভাবে গ্রহন করেন? না কি যতটুকু আপনাদের জন্য ভালো শুধু ততটুকুই সংবিধান!!
হরতাল অবরোধ বিক্ষোভ যদি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার হয়
তাহলে তা গ্রহন বা বর্জনের অধিকার ও রয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষের।
সে অধিকারের কথা কেন বলেন না? কেন?? হে মানব দরদী বামবাদী রাশেদ বিমল দাদারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।