পুরো পৃথিবীটাই মায়ার বেড়াজালে আবদ্ধ। এই মায়ার বেড়াজালের ভীতরেই রয়েছে সকল সুখ-দুঃখ । এই বেড়াজাল এর বাইরে যেতে ইচ্ছে করে। কারন এর বাইরে সুখ আছে কিনা জানি না তবুও যেতে ইচ্ছে করে এইভেবে যে অন্তত সেখানে কোন দুঃখ তো নেই ।
অনেকদিন ধরে একটা দিবাস্বপ্ন দেখছি যে android মোবাইল দিয়ে WiFi ব্যাবহার করছি।
তাই হয়তো এমন উদ্ভট একটা নৈশস্বপ্ন দেখার দুর্ভাগ্য আমার হল।
এক পড়ন্ত বিকেলে (কোথা থেকে ,কি উদ্দেশ্যে , কোন জায়গায় জানি না) কোন এক সুন্দর নির্জন রাস্তায় আমার বহুদিনের পুরনো ব্যাগখানা কাঁধে ঝুলিয়ে হাঁটছি। অনুভুত হল একটি রিক্সা খুব দরকার । স্বপ্নতো তাই মনেহয় খুব সহজেই একটা রিক্সা এনে রাস্তায় বসায় দিতে পারলাম ।
উরে বাপরে !!! রিক্সাওয়ালার যা ভাব সাব।
প্যাসেঞ্জার এর সিটে বসে ,পা দুটো চালকের সিটে রেখে দুলাচ্ছে আর মনের সুখে গুণ গুণ করে গান গাইছে। উপায়ন্তু না দেখে গেলাম উনার কাছেই। (ভাব সাব দেখে “উনি” বলে সম্বোধন করতে বাধ্য হলাম । )
গিয়ে বললাম , “ মামা যাবেন ? ( কই যাইতে চাই তা তখন আমি নিজেও জানি না !!)”
সামান্য মুচকি হেসে, আমার দিকে না তাকিয়েই বলল , “না, মামা যামু না। ”
উনার হাতে মোবাইল দেখে আমি অবাক হয়েই কিছুক্ষণ উনার দিকে তাকিয়ে থাকলাম।
আমি তাকিয়ে আছি দেখে জোরে হেসে বলল, “ আর কইয়েন না মামা, নতুন মোবাইল কিনছি তাই “উই ফুই” ইউছ কইরে গান নামাইতাছি। এইযে দেখতাছেন আমার পিছনে যে ভার্সিটি , এইডার টোটাল ডাই নাকি “উই ফুই” করা। এইহানে খারাইলেও নাকি পাওয়া যায়। তাই টেরাই করতাছিলাম। পরথমে পারতাছিলাম না।
কি জানি “পেস ওয়ার্ড” না কি জানি দিবার কয়। পরে এক চশমা পরা মোঠা আফামনি আইসা ঠিক কইরে দিল । এখন নামতাসে। ইস্পিরিড তো দেহি ভালই। ”!!!!
খুব বেশি অবাক হয়েছিলাম তো তাই মনের অজান্তেই হেসে ফেলে কি ভেবে যে জিজ্ঞেস করলাম জানি না ,বললাম , “মামা, এখন কি গান নামাচ্ছেন?”
মামা উত্তর দিল, “ ও সখিনা গেসস কিনা ভুইলা আমারে ……. এইডা আমার খুবই ভালা লাগে।
” !!!!!!
ঠিক ওই সময়ই আমার মোবাইলে কল আসলো। উনার কাছে android মোবাইল দেখে আমি আমার মোবাইলটা বের করতে লজ্জা পাচ্ছিলাম। যেহেতু কলটা ধরতে হবে আবার উনাকে দেখানোও যাবে না আমার মোবাইল তাই দ্রুত পদক্ষেপে জায়গা থেকে পলায়ন করছিলাম ভয় নিয়ে। এমন সময় ঘুম ভেঙে গেল । ঘুম থেকে উঠে দেখি আসলেই কল এসেছে।
তাই মোবাইল টা রিসিভ করে বললাম, “ হুম, বল......”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।