আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাফট এক কার্যকরী প্রকাশব্যবস্থা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কিছু লিখে মনে হয় ঠিক হয় নি লেখা। বলে ফেলে মনে হয় ঠিক হয়নি বলা। জিভে এসে যাওয়া শব্দ গিলে ফেলে ফের মনে হয় আবার আওড়াই। যা লেখা হয় তার কি মানে, যা লেখা হয় নি তাহাই লিখবো এমন পাজলে ময়দান শূণ্য থাকে। তবে সুবিধা হলো মুছে ফেলে আবার ফেরা যায় শুরুতে, ফিরিয়ে আনা যায় শেষটাকেও। শেষ থেকে শুরু সবকিছুর সন্ধি করা যায় - নানা কম্বিনেশনে পাজলের হিশেব মেলানো যায়। আর না মিললে ড্রাফট করে রাখা যায় মহাআনন্দে, আলস্যে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।