আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাফট নিয়ে বাগ

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

আজকে সকালে অনলাইনে এসে দেখি আমার পোষ্টসংখ্যা 200 থেকে এক লাফে 202 হয়ে গেছে। কাহিনী বুঝলাম না? আমি তো গত দুইদিনে কিছুই লিখি নাই তাহলে পোষ্টের সংখ্যা বাড়লো কেন? তখন হঠাৎ মনে হল গতকাল দুইটা পোষ্ট লিখা শুরু করেও শেষ করি নাই। ওগুলো ড্রাফট আকারে save করে রাখা আছে। পোষ্টের সংখ্যায় ওগুলো নিয়েই দেখাচ্ছে।

ডেভেলপারদের দৃষ্টি আর্কষণ করছি ... 1. যতগুলোই ড্রাফট থাকুক না কেন, প্লিজ ওগুলো যেন সংখ্যার কলামে যোগ না হয়। 2. আমি সিউর না, কিন্তু যতদূর মনে হচ্ছে ড্রাফট সরাসরি ডিলিট রাখার কোন অপশন রাখা হয়নি। তাই ডিলিট করতে হলে হয়তো প্রথমে পোষ্ট করে অতঃপর পোষ্ট আকারে লেখাটা ডিলিট করতে হয়ে। 3. নতুন এডমিন পেজে নিজের ব্লগ লিষ্টে "দেখুন" এ ক্লিক করলে নতুন পেজ ওপেন হয়, এটা অন্ততঃপক্ষে আমার কাছে বিরক্তিকর। এটা বন্ধ করা যায় কিনা? 4. কিছুদিন আগে অনেকেই জোরেসোরে ব্লগে কয়েকজন মডারেটর নিয়োগের আবেদন করেছিল।

যেহেতু ডেভেলপাররা অধিকাংশ সময়ই কোডিং নিয়ে ব্যস্ত আর স্বাধীনতা প্রিয় বাঙ্গালী সুযোগ পাইলেই অশ্লীলতা আর কাদা ছোঁড়াছুঁড়িতে মেতে উঠে, তাদের জন্য ব্লগার থেকে দুই-একজনকে মডারেটরের দায়িত্ব দেয়া যায় কিনা? পরিশেষে ব্লগের সর্বশেষ আপডেটের কোন জবাব নেই। খুবই সুন্দর এবং কার্যকরী সংস্করন হয়েছে। সব ডেভেলপারদের তাই অসংখ্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।