আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাফট

হয়তো একদিন শেষ হবেআজ সেই একদিন নয় মাঝে মাঝে কিছু মানুষকে বলতে ইচ্ছে হয় " ভালবাসি " কিন্তু জানি না কেন বলতে পারি না হয়তো বিবেকে বাধে, কখনো মনের কথা মুখে আসে না পৃথিবীতে ভালবাসা না থাকলে বোধ হয় ভালো হতো তখন সব মানুষকে একভাবে দেখা যেতো.. ভালবাসা আছে বলে স্বার্থও আছে..! খুব কাছে গিয়ে ফিরে আসি এই ভেবে "মিথ্যে বলছি না তো ? " ভাবছি, আর ভালবাসায় বন্ধুর পথে পা বাড়াবো না কারন জানি না, কোন পথে কে দাঁড়িয়ে আছে এক বুক ভালবাসা নিয়ে যদি মায়ায় পড়ে যাই যদি ফিরে না আসতে পারি... কারন,,, সত্যি ভালবাসা কে উপেক্ষা করবার শক্তি সবার থাকে না আমার ও নেই.. লিখেছেন -kabbopremi rifat উৎসর্গ- এক অচেনা মেয়েকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।