আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণ গোপন কুঠুরি....

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

আমার প্রাণখোলা হাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে যখন তোমাদের মনে,হঠাৎ কাঁপন তুলে- কেউ দেখে না কেউ বোঝে না মনের কোণে লুকিয়ে রাখা আঁধার ঘেরা ছোট্ট এক বিষণ্ণ ঘর। যেখানে কোনদিন চোখ মেলেনি এক ফোঁটা আলোর মায়া, ভালোবেসে সিক্ত হয়নি এক পশলা স্বচ্ছ জল. . . . . সেখানে বেড়ে উঠবে আনন্দের চারাগাছ?? -এ তো অবান্তর ভাবনা!! এক চিমটি বালু ঢুকে সেই ঘরটাকে করে ফেলেছে ঝিনুকে বাঁধা গোপন কুঠুরি. . . . . আমি অনন্ত প্রহর ঘুরছি সেই কুঠুরির চতুর্পাশে- আমার মাঝের সুপ্ত বিষণ্ণতার ভ্রূণটাকে আবিষ্কার করতে- শুধু একটিবারের জন্য দেখতে- কেমন করে বোবা কান্নায় জানান দেয় আমার অজানা অস্তিত্ব !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।