দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।
'একুশ ' মানেই উৎসব নয় , রথ-দোল বা চড়কের
'একুশ ' মানেই একটা ছবি রক্তে-ভেজা সড়কের
'একুশ ' মানেই প্রতিষেধক বাংলা-ভাষার মড়কের
'একুশ ' মানেই মারণ-অস্ত্র পিচাশ-সহ নরকের । ।
'একুশ ' মানেই মিটিং-মিছিল , বক্তৃতা আর গল্প না
'একুশ ' কথার ফুলঝুরি নয় , কিংবা রঙীন কল্পনা
'একুশ ' মানেই হৈ-হুল্লোড় , হাসি-খুশির মন্ত্র না
'একুশ ' মানেই ভাই-হারাদের বুকের অসীম যন্ত্রণা । ।
'একুশ ' আমার , 'একুশ' তোমার , সব সময়ের , সব্বায়ের
'একুশ ' মানেই রফিক-সালাম , বরকত আর জব্বারের
'একুশ ' মোদের মুখের ভাষা হীরে-মানিক-মরকতের
'একুশ ' মানেই-বুকের আশা রফিক-সালাম-বরকতের । ।
'একুশ ' এলেই বুক ফুলিয়ে চলছে মিছিল আজ পথে
'একুশ ' মানেই রক্ত-জোয়ার বইলো ঢাকার রাজ পথে
'একুশ ' মানেই বাংলাভাষা , এই একুশের দর কতো
'একুশ ' মানেই রফিক-সালাম-জব্বার আর বরকতও
'একুশ ' মানেই ' ভাষা-দিবস ' , 'একুশ'কে তাই বন্দি-রে
'একুশ ' মানেই দঃখ-সুখের বন্যা মনের মন্দিরে । ।
আমার প্রিয় কবিতা'র মধ্যে একটি ,
ভবানীপ্রসাদ মজুমদারের লেখা '' একুশে ফেব্রুয়ারি '' ।
আমি কাঁটাতারের বেড়ায় আটকে গেলাম ঠিকি, তবে আমার মন আজ পড়ে থাকলো ওপার বাংলায় । আমার হয়ে আজ তুমি,একটা ফুল নিয়ে দিও ওই ওপার বাংলায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।